
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে দুই করাতকল মালিককে (১০ মে) বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৯ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট বাজারে আবুল কালাম (৪০) ও আলতাপোল তেইশমাইল বাজারে জিয়াউর রহমান (৪২) নামের দুই ব্যক্তি লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা করে আসছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ওই করাতকলে অভিযান চালান। এ সময় তিনি লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনার অপরাধে করাতকল লাইসেন্স বিধিমালা-২০১২ আইনে ভ্রাম্যমাণ আদালতে করাতকলের মালিক আবুল কালামকে ৫ হাজার ও জিয়াউর রহমানকে ৪ হাজার টাকা জরিমানা করেন।

আপনার মূল্যবান মতামত দিন: