মণিরামপুরে বিদ্যালয়ের ছাদ ধসে তিন ছাত্রী আহত।

মণিরামপুর প্রতিনিধি: | প্রকাশিত: ২৫ মে ২০২৩ ২২:০৬

মণিরামপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২৫ মে ২০২৩ ২২:০৬

ফটো:নিউজ প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় স্কুল চলাকালীন সময়ে টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ধসে তিন ছাত্রী আহত হয়েছেন। বেশ কিছু দিন আগে ছাদে ফাটল দেখা দেয় অতিরিক্ত ভবন না থাকায় ঝুকিপূর্ণ ভবনে ক্লাস নিতে হয় শিক্ষার্থীদের।আজ ২৫ মে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সময়ে হঠাৎ করেই ছাদের কিছু অংশ ধসে শিক্ষার্থীদের মাথার উপর পড়ে।

এসময় তিন ছাত্রী গুরুতর হয়। আহত তিন ছাত্রীরা হলো, ষষ্ঠ শ্রেণির  পূর্ণা দাস, সোনালী আক্তার ও জান্নাতুল ফেরদৌস। এদিকে ছাদের পলেস্তারা ধসে পড়ায় বিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর পরপরই বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ছোট্ট রবিউল আলম রায়হান বলেন, আমরা আর এই ভাংড়ি ক্লাসে পড়বো না, নতুন ক্লাসে পড়তে চাই।

বিদ্যালয়ের অবিভাবকরা বলেন, শিক্ষকদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে। এবং বিদ্যালয়ে সংস্কারের দাবি করেন।

বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক প্রভাস চন্দ্র বলেন ,আমরা মিটিং করেছি দ্রুতই সংষ্কার করবো কিন্তু সংষ্কার এর আগেই আজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে৷

আহত শিক্ষার্থীদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:তন্ময় বিশ্বাস বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। চোট বেশি গুরুতর না।



আপনার মূল্যবান মতামত দিন: