সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ০৪:১৪

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ০৪:১৪

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষিপ্ত হয়ে জামাল পুরের ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম কে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে যশোরের কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে রোববার বিকেলে শহরের ত্রিমোহিনী মোড়ে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি দৈনিক যুগান্ত্রর প্রতিনিধি আজিজুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীন, সাংবাদিক নুরুল ইসলাম খান, দিলীপ মোদক, ওয়াজেদ আলীখান ডবলু। মানববন্ধন সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দফতর সম্পাদক মশিয়ার রহমান,নির্বাহী সদস্য শাহিনুর রহমান, মেহেদী হাসান জাহিদ, আব্দুল করিম, তাইফুর রহমান, আব্দুল মোমিন, শুশান্ত মল্লিক, পরেশ দেবনাথ, অলিয়ার রহমান, কামরুজ্জামান রাজু, সোহেল পারভেজ,মাসুম বিল্লাহ, আয়ুব আলীখান,বেলাল হোসেন, আলমগীর হোসেন,স্বাধীন আব্দুল্লাহ প্রমুখ সাংবাদিক সহ সচেতন ব্যক্তিবৃন্দ। বক্তারা খুনিদের ফাঁসির দাবি সহ সকল সাংবাদিক হত্যা কান্ডের দ্রুত বিচার দাবিসহ সাগর রুনী সাংবাদিক দম্পতিদের হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।




আপনার মূল্যবান মতামত দিন: