যশোরের মণিরামপুরের দুইটি ক্লিনিক ও এক প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান, জেল ও জরিমানা

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ১৭:০৫

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ১৭:০৫

ফটো:নিউজ প্রতিনিধি

 

বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১ টায়
যশোরে মনিরামপুরে ভ্রাম্যমান আদালতে অভিযানে মনোয়ারা ক্লিনিক, নার্সিং হোম এন্ড ডায়ানগষ্টিক সেন্টার এবং এম এস ড্রাগ হাউজে জেল ও জরিমানা করেছেন। এই দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন যশোর এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট জনাব সৌম্য চৌধুরী। অভিযান কালে মনোয়ারা ক্লিনিকের ডাঃ মোঃ আব্দুল হাই ( ৬২), পিতা - মৃত, আফছার উদ্দিন বিশ্বাস, সাং জামজামি উপজেলা মনিরামপুর যশোর কে মেডিকেল প্র্যাকক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাব ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ (২) অনুসারে ধারা নং ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ লংঘন করায় ৫'হাজার করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া নার্সিং হোম এন্ড ডায়ানগষ্টিক সেন্টারে মোঃ অলিয়ার রহমান ( ৪৯), পিতা - মৃত, সিরাজুল ইসলাম, সাং নিহালপুর, থানা -মনিরামপুর, যশোর কে মেডিকেল প্র্যাকক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাব (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৯২ এর ১৩ (২) অনুসারে ধারা নং ক, খ, গ, ঘ, ঙ, চ লংঘন করায় ৫ হাজার টাকা করে মোট ৩০' হাজার টাকা জরিমানা করেন। এবং একই প্রতিষ্ঠানকে ঔষধ প্রশাসন আইন ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং একই ধারায় এম এস ড্রাগ হাউসকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং এক বছরে কারদণ্ড প্রদান করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন, ডাঃ ইফফাত জেরিন নুরাণী, মেডিকেল অফিসার এবং যশোর র‍্যাব ৬ এর মেজর জনাব সাকিব হোসেন, সঙ্গীয় ফোর্সসহ সাংবাদিক বৃন্দ।




আপনার মূল্যবান মতামত দিন: