মাগুরা চাউলিয়া ইউনিয়নের গোবডাঙ্গায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ

মিজানুর রহমান মাগুরা প্রতিনিধি।। | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৪ ২৩:৩৬

মিজানুর রহমান মাগুরা প্রতিনিধি।।
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৪ ২৩:৩৬

ছবি- নিউজ প্রতিনিধি।

মিজানুর রহমান মাগুরা প্রতিনিধি।। মাগুরা জেলার সদর উপজেলার ৯ নং চাউলিয়া ইউনিয়নের বজরুকশ্রীকুন্ডী মৌজার ঘোবডাঙ্গা নবগঙ্গা নদীতে প্রকাশ্যে চলছে বালু উত্তলন।

বালু উত্তোলনের স্থান থেকে ১০০ গজ দূরে রয়েছে আলোকদিয়া ঘোবডাঙ্গা সেতু, বালু উত্তোলনের কারণে নদীর গতি পরিবর্তনের মাধ্যমে সেতুটি ঝুঁকির সম্ভাবনা রয়েছে।
ঝুঁকিতে রয়েছে ঘোবডাঙ্গা বাজার, পাশের সড়ক ও ফসলি জমি।

দাঙ্গার ভয়ে প্রভাবশালীদের নাম প্রকাশে অনিচ্ছুক, গ্রামবাসী জানায় নদী থেকে বালু কাটার ফলে আমাদের কৃষি জমির উর্বরতা হারাচ্ছে এবং আমাদের গ্রামের রাস্তা নষ্ট হচ্ছে । গ্রামবাসী আরো জানায় এই বালু বা মাটি কাটা বন্ধ না করলে গ্রামে দাঙ্গার সম্ভাবনা রয়েছে।
তারা বলেন ২০২৩ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা যে আইন রয়েছে তাহার কোনটাই মান্য করা হচ্ছে না। তাই তারা দ্রুত এই বালু বা মাটি কাটা বন্ধের দাবি জানান।




আপনার মূল্যবান মতামত দিন: