.jpg)
স্টাফ রিপোটার্স।। যশোরের শিল্প ও বাণিজ্যিক নগরী নওয়াপাড়ায় দিন দিন বেড়েই চলেছে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, বোমাবাজি, চুরি সহ নানা অপকর্ম। এরই মধ্যে গতকাল শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ছে
সংঘবদ্ধ একটি মাদক সিন্ডিকেটের অস্ত্রের মহড়া দেওয়া ভিডিও। ফেজবুকের ভিডিওতে দেখা যায়, মাদক অস্ত্র-সহ একাধিক মামলার আসামি নওয়াপাড়া পাইকারি মাছ বাজার এলাকার মৃত ইব্রাহীম বিশ্বাসের পুত্র রুহুল আমিন বিশ্বাসের নেতৃত্বে আসাদুল ওরফে আসাদ নামের এক যুবক প্রকাশ্যে একটি বিদেশি পিস্তল হাতে দাঁড়িয়ে রয়েছে।এছাড়াও সিন্ডিকেটের সদস্য ইউসুপ, তাজু সহ বেশ কয়েকজন মাদকাসক্ত যুবক দেশিও অস্ত্র হাতে মহড়া দিচ্ছে। প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে এমন মহড়ার ভিডিও এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি করেছে। ভিডিও প্রকাশের কিছুক্ষণের মধ্যে সেটা স্থানীয়দের আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এমন ঘটনা এ এলাকায় নতুন কিছু নয়। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় মারামারি হানাহানি অস্ত্রের মহড়া এখানকার নিত্য দিনের সঙ্গী।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডিডিওটা আগের। রুহুল আমিন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত একজন পলাতক আসামী তাকে আটক করতে অভয়নগর থানা পুলিশের দুটি টিম কাজ করছে।

আপনার মূল্যবান মতামত দিন: