মনিরামপুরে সমিতি’র কিস্তির বোঝা বইতে না পেরে গৃহবধু লিপিকার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০৫

ছবি সমসাময়িক
 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।।

যশোরের মনিরামপুরে ঋনের বোঝা বইতে না পেরে চরম হাতাশায় লিপিকা মন্ডল(৩০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। নিহত লিপিকা মন্ডল উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া গ্রামের ভ্যান চালক সুশান্ত মন্ডলের স্ত্রী। মঙ্গলবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। বুধবার পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরন করে। এ ঘটনায় নিহতের স্বামী বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেন। ইউপি সদস্য প্রনব কুমার বিশ্বাস জানান, ১০ বছর বয়সী এক ছেলে সন্তান এবং মানষিক প্রতিবন্ধী স্বামী ও বিধবা শাশুড়ি নিয়েই লিপিকার সংসার। স্বামী সুশান্ত মন্ডল মানষিক প্রতিবন্ধী হলেও সে মাঝেমধ্যে ভ্যান চালাতো। মাটিকাটা শ্রমিকের কাজ করে গৃহবধু লিপিকা মন্ডলই মূলত: সংসারের হাল ধরেছিলেন। সংসারের দৈন্যদশার কারনে গতবছর নবলোক পরিষদ থেকে ২০ হাজার, হাজিরহাট প্রাইম সঞ্চয় সমিতি থেকে ১২ হাজার, গ্রামীণ ব্যাংক থেকে ৩০ হাজার ছাড়াও দিবাস, অগ্রগতিসহ বিভিন্ন এনজিও থেকে প্রায় দেড় লাখ টাকা ঋন উত্তোলন করেন লিপিকা মন্ডল । কিন্তু অসুস্থ স্বামী এবং শাশুড়ির চিকিৎসাসহ সংসার চালাতে হিমশিম খাচ্ছিল লিপিকা।   স্থানীয় ইউপি সদস্য স্বপন বিশ্বাস জানান, বর্তমান সংসারে অভাবঅনটন প্রকট আকার ধারন করায় লিপিকা ঋনের কিস্তির টাকা সঠিকভাবে পরিশোধ করতে ব্যর্থ হয়। কিস্তির টাকা পরিশোধের জন্য এনজিও সমুহের কর্মীরা চাপ প্রয়োগ করতে থাকে।অভিযোগ রয়েছে সম্প্রতি কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় নবলোক পরিষদ নামে একটি এনজিওর মাঠকর্মী মাহাবুবুর রহমান লিপিকাকে প্রচন্ড চাপ প্রয়োগ করেন। এমনকি তাকে থানা পুলিশে দেওয়ার হুমকি দেয়া হয়। ফলে ঋন পরিশোধের চাপে চরম হাতাশাগ্রস্থ হয়ে পড়েন লিপিকা মন্ডল। এক পর্যায়ে মঙ্গলবার রাতে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। তবে কিস্তির টাকা পরিশোধ করতে চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করে নবলোক পরিষদের মাঠকর্মী মাহাবুবুর রহমান জানান, ২০ হাজার টাকা ঋণের মধ্যে এখনও তার কাছে তিন হাজার দুই’শ টাকা পাওয়া যাবে। অন্যদিকে হাজিরহাট প্রাইম সঞ্চয় সমবায় সিমিতির ব্যবস্থাপক দিপংকর রায় জানান, ১২ হাজার টাকার ঋনের মধ্যে ইতিমধ্যে লিপিকাকে সাড়ে তিন হাজার টাকা মওকুফ করা হয়েছে।এ দিকে বুধবার সাকলে পুলিশ লিপিকার লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে করে। ওসি(তদন্ত)শিকদার মতিয়ার রহমান জানান, আত্মহত্যার ঘটনায় নিহতের স্বামী বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন।


আপনার মূল্যবান মতামত দিন: