রাজগঞ্জে টিউবওয়েলের পানিতে ও গোয়ালঘরের নান্দাই বিষ প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১ ১১:৩১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২১ ১১:৩১

ছবি সমসাময়িক
  উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস॥ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ষোলখাদা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তির গোয়াল ঘরে ও টিউবওয়েলে কে বা কারা বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করেছে। জানা যায় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির মালিক আব্দুস সামাদ ও তার স্ত্রী পাশের গভীর টিউবওয়েলের পানি আনতে যাই। ফিরে এসে বাড়ির টিউবয়েলে পা ধৌত করতে যাই স্ত্রী ফেরদৌসী খাতুন। এ সময় দেখতে পাই টিউবওলের উপরে ও ভিতরে বিষ দিয়েছে। এ সময় আশপাশের লোকজন এসে দেখতে পাই গোয়ালঘরের চারটি নান্দার ভিতর বিষ দিয়েছে। একই সময় দেখতে পায় গোয়াল ঘরের পশ্চিম পাশে ও পূর্ব পাশের মাটিতে বিষ ছড়ানো রয়েছে। ওই গুটি জাতীয় বিষ পাশের বাড়ির রুবিনা খাতুন নামের এক মহিলা ষোলখাদা মোড়ের মতিয়ার ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার দেখে ফুরাডান জাতীয় বিষ বলে তাদেরকে জানাই। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা এই বিষ দিয়েছে। এ বিষয়ে বাড়ির মালিক আব্দুস সামাদ জানান, স্বামী-স্ত্রী আমরা দুজন বাড়িতে থাকি। গরু ছাগলসহ সবাইকে একসাথে মারার জন্য এই বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় রবিবার সকালে থানায় অভিযোগ দায়ের করেছি। সামাদের স্ত্রী ফেরদৌসী খাতুন জানান, গোয়াল ঘরের চারটি নান্দাই ফুরাডান বিষ দিয়েছে। গোয়ালের গরু ঘুমন্ত অবস্থায় ছিল তাই জাউনা না খাওয়াই গরুর কোন অসুবিধা হয়নি। তিনি আরো জানান, আমি টিউবয়েলে হাত-পা ধৌত করতে এসে টিউবওয়েল চাপতে গেলে দেখতে পাই টিউবলের উপরে বিষ ছড়ানো রয়েছে। যারা এ কাজটি করেছে তারা আমাদের সবাইকে মারার জন্য করেছে। কথা হয় সাবেক মহিলা ইউপি সদস্যের স্বামী সিদ্দিকের সাথে, তিনি বলেন, জঘন্যতম এই কাজটি যেই করেছে তার শাস্তি হোক এটাই আমি মনে করি। এ বিষয়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই অসীম আকরাম বলেন, রবিবার সকালে ওই বাড়ির মালিক ফাঁড়িতে এসেছিল। ঘটনা শোনার পর তাকে থানায় পাঠিয়ে দিয়েছি।


আপনার মূল্যবান মতামত দিন: