এস এসসি পরীক্ষার প্রস্তুতি-২০২১: বাংলা দ্বিতীয় পত্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০ ১৩:২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০ ১৩:২০

ছবি সমসাময়িক
  এইচ. এম. ফেরদাউস হাসান, প্রভাষক বাংলা, কলেজ ক্যাম্পাস : ইংলিশ ভার্সন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা। বাংলা দ্বিতীয় পত্র ১.ভাষার মূল উপাদান কী? ক ধ্বনি খ বাক্য গ শব্দ ঘ বর্ণ ২. স্বভাবতই মূর্ধন্য ‘ণ' হয়েছে কোনটি? ক লবণ খ ঋণ গ রামায়ণ ঘ হরিণ ৩. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? ক পুনরায় খ একাদশ গ পরিষ্কার ঘ পরীক্ষা ৪. কোনটি স্বরসন্ধির উদাহরণ? ক উদ্ধার খ পুরস্কার গ তিরস্কার ঘ অতীত ৫. কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ? ক বান্ধবী খ বিধাত্রী গ কুলটা ঘ বিরহিণী ৬ ‘কলকলিয়ে উঠল সেথা নারীর প্রতিবাদথ - বাক্যটিতে ব্যবহৃত দ্বিরুক্তিটি কোন পদ? ক বিশেষ্য খ বিশেষণ গ ক্রিয়া ঘ ক্রিয়া বিশেষণ ৭. বাক্যতত্ত্বের অপর নাম কী? ক পদক্রম খ শব্দতত্ত্ব গ অভিধানতত্ত্ব ঘ অর্থতত্ত্ব ৮. বাংলায় দ্বিস্বরধ্বনিজ্ঞাপক বর্ণ কয়টি? ক ২০টি খ ২টি গ ২৪টি ঘ ২৫টি ৯. বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? ক কমা খ ইলেক গ উদ্ধরণ ঘ কোলন ১০. ভক্তি-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? ক ভচ্ + ক্তি খ ভজ্ + তি গ ভজ্ + উক্তি ঘ ভজ্ + ক্তি ১১. ‘পালথ ও ‘যূথথ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়? ক উন্নত প্রাণীর বহুবচনে খ অপ্রাণিবাচক শব্দের বহুবচনে গ জন্তুর বহুবচনে ঘ জন্তুর একবচনে ১২. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা কিসের ভেদে হয়? ক ক্রিয়া খ বাক্য গ বচন ঘ অর্থ ১৩. ‘হাট-বাজারথ কোন অর্থে দ্বন্দ্ব সমাস? ক মিলনার্থে খ বিরোধার্থে গ সমার্থে ঘ বিপরীতার্থে ১৪. ‘মহাকীর্তিথ-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ক মহান যে কীর্তি খ মহা কীর্তি যার গ মহতী যে কীর্তি ঘ মহা যে কীর্তি ১৫. আমরা চেষ্টা করেছি কিন্তু কৃতকার্য হতে পারিনি। - ‘কিন্তুথ অব্যয়পদটি কোন শ্রেণির? ক বিয়োজক খ সংকোচক গ সংযোজক ঘ অনুকার ১৬. ‘হেরথ ধাতুটি কোন প্রকারের ধাতু? ক আরবি খ হিন্দি গ ফারসি ঘ অজ্ঞাতমূল ১৭. সকলের জন্য প্রযোজ্য।- এক কথায় প্রকাশ করলে কী হবে? ক সার্বজনীন খ সর্বজননী গ সর্বজন ঘ সর্বজনীন ১৮. মহত্ত্ব-এর প্রকৃতি প্রত্যয় কী হবে? ক মহৎ + ত খ মহৎ + ত্ত গ মহৎ + ত্ব ঘ মহৎ + ত্য ১৯. ‘মহাযাত্রাথ - কোন প্রকারের শব্দ? ক যৌগিক খ রূঢ়ি গ যোগরূঢ় ঘ মৌলিক ২০. ‘স্বতন্ত্রথ-এর বিপরীত শব্দ কোনটি হবে? ক অতন্ত্র খ অস্বতন্ত্র গ পরতন্ত্র ঘ পরস্বতন্ত্র ২১. ‘ইঁদুর কপালেথ - এর বিপরীত বাগ্ধারা কোনটি? ক অদৃষ্টের পরিহাস খ অন্ধকার দেখা গ একাদশে বৃহস্পতি ঘ ক্ষণস্থায়ী ২২. তস্কর-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি হবে? ক ত + কর খ তৎ + কর গ তঃ + কর ঘ তস্ + কর ২৩. ‘রোগ হলে ওষুধ খাবেথ - বাক্যটিতে কী অর্থে ভবিষ্যৎ কালের অনুজ্ঞা ব্যবহৃত হয়েছে? ক আদেশ অর্থে খ সম্ভাবনায় গ বিধান অর্থে ঘ অনুরোধ অর্থে ২৪. বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি ‘গণথ-এ ভাগ করা হয়েছে? ক ১৯টি খ ২০টি গ ২১টি ঘ ২২টি ২৫. এ সুতায় কাপড় হয় না। - এখানে ‘সুতায়থ কোন কারকে কোন বিভক্তি? ক কর্মে ৭মী খ কর্তায় ৭মী গ কর্মে শূন্য ঘ করণে ৭মী ২৬. ‘বিনে স্বদেশী ভাষা মিটে কি আশাথ - এখানে ‘বিনেথ অনুসর্গটি কোন অর্থ প্রকাশক? ক সঙ্গে খ প্রয়োজনে গ নিমিত্তে ঘ ব্যতিরেকে ২৭. পানসা- এই শব্দে প্রযুক্ত ‘সাথ প্রত্যয়টি কোন ভাষা থেকে এসেছে? ক হিন্দি খ ফারসি গ আরবি ঘ তামিল ২৮. ‘যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে নাথ - এক কথায় কী হবে? ক পরগাছা খ মাকাল গ বনস্পতি ঘ বর্ণচোরা ২৯. ক্রিয়ার যে অবস্থা দ্বারা তা ঘটার ধরন বা রীতি প্রকাশ পায়, তাকে কী বলে? ক ক্রিয়ার কাল খ সমাপিকা ক্রিয়া গ ক্রিয়ার ভাব ঘ ক্রিয়া ৩০. পরের ই-কার আগে উচ্চারিত হলে কী বলে? ক বিপ্রকর্ষ খ ধ্বনি বিপর্যয় গ অভিশ্রুতি ঘ অপিনিহিতি ১ক, ২ক, ৩খ, ৪ঘ, ৫গ, ৬গ, ৭ক, ৮খ, ৯খ, ১০ঘ, ১১ঘ, ১২গ, ১৩গ, ১৪গ, ১৫গ, ১৬ক, ১৭ঘ, ১৮ঘ, ১৯গ, ২০গ, ২১গ, ২২গ, ২৩খ, ২৪গ, ২৫খ, ২৬ঘ, ২৭ঘ, ২৮ক, ২৯গ, ৩০গ


আপনার মূল্যবান মতামত দিন: