নবম শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে শিক্ষার্থীদের পড়াশোনা : বাংলা প্রথম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০ ০৭:০৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০ ০৭:০৬

ছবি সমসাময়িক
  এইচ. এম. ফেরদাউস হাসান, প্রভাষক বাংলা, ইংলিশ ভার্সন: কলেজে ক্যাম্পাস মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা। তোমাকে পাওয়া জন্যে,হে স্বাধীনতা বহুনির্বাচনি প্রশ্ন ১। শামসুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? (ক) ২৪শে অক্টোবর (খ) ২৫শে অক্টোবর (গ) ২৬শে অক্টোবর (ঘ) ২৭শে অক্টোবর ২। কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোন জেলায়? (ক) ঢাকা জেলায় (খ) গাজীপুর জেলায় (গ) ময়মনসিংহ জেলায় (ঘ) নরসিংদী জেলায় ৩। কবি শামসুর রাহমান রায়পুরা থানার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? (ক) পাহাড়তলী (খ) পাড়াতলী (গ) শিমুলতলী (ঘ) রায়খালী ৪। শামসুর রাহমানের মায়ের নাম কী? (ক) আয়েশা খাতুন (খ) আমেনা বেগম (গ) আয়েশা বেগম (ঘ) আমেনা খাতুন ৫। কবি শামসুর রাহমান কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন? (ক) রাজশাহী বিশ্ববিদ্যালয় (খ) ঢাকা বিশ্ববিদ্যালয় (গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ঘ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৬। কবি শামসুর রাহমানের পেশা কী ছিল? (ক) সাংবাদিকতা (খ) শিক্ষকতা (গ) আইনজীবী (ঘ) রাজনীতি ৭। নিচের কোনটি কবি শামসুর রাহমানের রচিত কাব্যগ্রন্থ? (ক) ছায়াহরিণ (খ) বিধ্বস্ত নীলিমা (গ) আশ্রায় বসতি (ঘ) মহাপৃথিবী ৮। নিচের কোনটি শামসুর রাহমানের রচিত গ্রন্থ? (ক) ঝরা পালক (খ) সারা দুপুর (গ) এক ধরনের অহংকার (ঘ) চাষাভুষার কাব্য ৯। ‘হরিণের হাড়থ শামসুর রাহমানের কীরূপ গ্রন্থ? (ক) অনুবাদ কবিতা (খ) শিশুতোষ কবিতা (গ) কাব্যগ্রন্থ (ঘ) প্রবন্ধ সাহিত্য ১০। কবি শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন? (ক) ১৭ই আগস্ট (খ) ১৮ই আগস্ট (গ) ২০শে জুন (ঘ) ১৯শে সেপ্টেম্বর ১১। কবি শামসুর রাহমানের ঝুলিতে যে সব পুরস্কার ও সম্মাননা পেঁৗছেছে সেগুলো হলো- র. বাংলা একাডেমী পুরস্কার রর.একুশে পদক ররর.অসংখ্য পুরস্কার নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১২। ‘সাকিনা বিবির কপাল ভাঙলথ বলতে কোনটি বোঝানো হয়েছে? (ক) সে কপালে আঘাত পেল (খ) তার ভাগ্য অনুকূল নয় (গ) তার সর্বস্ব নষ্ট হয়ে গেল (ঘ) স্বামী তাকে তালাক দিল ১৩। স্বাধীনতার জন্যে কার সিঁথির সিঁদুর মুছে গেল? (ক) লক্ষ্মীরানীর (খ) দুর্গাদাসীর (গ) সুরবালার (ঘ) হরিদাসীর ১৪। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতাথ কবিতার হরিদাসী কাকে হারিয়েছে? (ক) স্বামীকে (খ) পুত্রকে (গ) কন্যাকে (ঘ) পিতাকে ১৫। ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলোথ-‘ছাত্রাবাস বস্তি উজাড় হলোথ-এ পঙ্ক্তিতে কিসের চিত্র আছে? (ক) স্বাধীনতার সুর (খ) ধ্বংসের চিত্র (গ) গণ-আন্দোলনের রূপ (ঘ) মুক্তিযুদ্ধের পটভূমি ১৬। স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাস আর কী উজাড় হলো? (ক) ট্যাঙ্ক (খ) বাস্তুভিটা (গ) বিধ্বস্ত (ঘ) বস্তি ১৭। রিকয়েললেস রাইফেল আর মেশিনগান কোথায় খই ফোটাল? (ক) শাহবাজপুরে (খ) প্রভুর বাস্তুভিটায় (গ) যত্রতত্র (ঘ) বিধ্বস্ত পাড়ায় ১৮। কুকুরটি প্রভুর বাস্তুভিটার কোথায় দঁাড়িয়ে আর্তনাদ করল? (ক) উদাস দাওয়ায় (খ) লাশের উপর (গ) ভগ্নস্তুপে (ঘ) বনে-জঙ্গলে ১৯। পিতামাতার লাশের ওপর হামাগুড়ি দেয় কে? (ক) রাজাকার (খ) মিলিটারি (গ) অবুঝ শিশু (ঘ) হরিদাসী ২০। ‘এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেনথ- এখানে বুড়োর প্রকৃতি কীরকম? (ক) অকাল বৃদ্ধ (খ) সামন্য বুড়ো (গ) থুত্থড়ে বুড়ো (ঘ) মুমূর্ষু বৃদ্ধ ২১। স্বাধীনতার জন্যে মোল্লাবাড়ির কে দাঁড়িয়ে আছে? (ক) এক বৃদ্ধ (খ) এক বিধবা (গ) এক বালক (ঘ) এক বৃদ্ধা ২২। অনাথ কিশোরী শূন্য থালা হাতে কোথায় বসে আছে? (ক) রাস্তার মোড়ে (খ) ঘরের পাশে (গ) রাজপথে (ঘ) পথের ধারে ২৩। অনাথ কিশোরীর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? (ক) হাড্ডিসার (খ) কঙ্কাল (গ) অস্থিচর্মসার (ঘ) বিশালবপু ২৪। হাড্ডিসার এক অনাথ কিশোরী কী হাতে পথের ধারে বসে আছে? (ক) শূন্য থালা (খ) মেশিনগান (গ) রাইফেল (ঘ) নড়বড়ে খুঁটি ২৫। ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতাথ কবিতায় কার নাম পাওয়া যায়? (ক) সাগর আলী (খ) কেষ্ট দাস (গ) মতলব আলী (ঘ) হরি দাস ২৬। স্বাধীনতার জন্যে কার ফুসফুস এখন পোকার দখলে? (ক) মজনু শেখের (খ) রুস্তম শেখের (গ) মতলব মিয়ার (ঘ) গাজী মিয়ার ২৭। ঢাকার রিকশাওয়ালার নাম কী? (ক) সগীর আলী (খ) কেষ্টদাস (গ) রুস্তম শেখ (ঘ) মতলব মিয়া ২৮। রাইফেল কাঁধে বনে-জঙ্গলে কে ঘুরে বেড়ায়? (ক) তেজি তরুণ (খ) থুত্থরে বুড়ো (গ) অবুঝ শিশু (ঘ) মোল্লাবাড়ির বিধবা ২৯। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বলতে কী বোঝানো হয়েছে? (ক) পৃথিবীর একপাশ (খ) পৃথিবীরে শেষপ্রান্ত (গ) গোটা পৃথিবী (ঘ) পৃথিবীর মাঝামাঝি ৩০। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কীরুপ ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি শোনা যায়? (ক) দগ্ধ (খ) জলন্ত (গ) সাহসী (ঘ) বিধ্বস্ত ৩১। ‘সাকিনা বিবির কপাল ভাঙলথ-এখানে প্রকাশ পাওয়া চিত্রটি হলো- র. স্বামীর মৃত্যু রর.মুক্তিফৌজের শাহদাৎ ররর.সোনার সন্তানের আত্মহত্যা নিচের কোনটি সঠিক? (ক) র (খ) ররর (গ) রর (ঘ) র, রর ও ররর ৩২। কবিতায় জলপাই রঙের ট্যাঙ্কে যারা রয়েছে, তারা হলো- র. স্বাধীনতার কর্মী রর.স্বাধীনতার বিরোধী ররর.বাঙালির শত্রু নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ৩৩। ‘একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছেথ-কথাটি ইঙ্গিত করে- র. স্বাধীনতা অত্যাসন্ন রর.বাংলাদেশের অভ্যুদয় ঘটতে চলেছে ররর.অচিরেই দেশ স্বাধীন হবে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর  (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪-৩৬ নং প্রশ্নের উত্তর দাও: হঠাৎ সার্চলাইটের আলোয় ঝলসিয়ে উঠল সারা বাড়ি। সাজু বিবি লক্ষ করল খান সেনারা ঘিরে রেখেছে গোটা বাড়ি। ঘরে ঘরে তল্লাশি চলছে। তার ছেলে তরুণ মুক্তিযোদ্ধা, তাকে খুঁজছে। তার ছেলে তরুণ মুক্তিযোদ্ধা, তাকে খুঁজছে। তাকে না পেয়ে তারা তার স্বামীকে হত্যা করল। ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে চলে গেল। ৩৪। উদ্দীপকের মূলভাব তোমার পাঠ্য কোন কবিতার মূলভাবের সাথে সম্পৃক্ত? (ক) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা (খ) আমি কোনো আগন্তুক নই (গ) স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো (ঘ) আমার পরিচয় ৩৫। উদ্দীপকের সাজু বিবির সাথে নিচের কোন চরিত্রের মিল লক্ষ করা যায়? (ক) মতলব মিয়ার (খ) কেষ্ট দাসের (গ) হরিদাসীর (ঘ) সগীর আলীর ৩৬। সাজু বিবির ছেলে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতাথ কবিতার কোন চরিত্রের প্রতিনিধি? (ক) মতলব মিয়া (খ) শাহজাহান মিয়া (গ) খবির খাঁ (ঘ) তেজি তরুণ নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও: একদল হায়েনা-মানুষ আরেকদল স্বধর্মী মানুষের প্রতি কী নির্মম নিষ্ঠুর এ কথা ভুলে গেলে চলবে না। ৩৭। উদ্দীপকের কোন ভাবটি ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতাথ কবিতায় প্রকাশিত হয়েছে? (ক) হায়েনারা স্বজাতি-স্বধর্ম বোঝে না (খ) শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো (গ) ছাই হলো গ্রামের পর গ্রাম (ঘ) সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর ৩৮। উল্লেখিত সাদৃশ্য প্রকাশ পেয়েছে যে চরণে তা হলো- র. ছাত্রাবাস বস্তি উজাড় হলো রর.রাইফেল আর মেশিনগান খই ফোটাল ররর.গ্রারে পর গ্রাম ছাই হলো নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ৩৯। কারা এদেশের স্বাধীনতাকে হরণ করেছিল? (ক) পাকিস্তানিরা (খ) রাজাকাররা (গ) মুক্তিবাহিনীরা (ঘ) আলবদরা ৪০। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতাথ কবিতাটি কোন কাব্যগ্রন্থের? (ক) নিজ বাসভূমে (খ) বন্দী শিবির থেকে (গ) আদি গন্ত (ঘ) রৌদ্রকরোটিতে উত্তর পত্র ১-ক,২-ঘ,৩-খ, ৪-ঘ,৫-খ,৬-ক,৭-খ,৮-গ,৯-গ,১০-ক,১১-ঘ,১২-গ,১৩-ঘ, ১৪-ক, ১৫-খ, ১৬-ঘ,১৭-গ, ১৮-গ, ১৯-গ, ২০-গ, ২১-খ, ২২-ঘ, ২৩-ক, ২৪-ক, ২৫-খ, ২৬-খ, ২৭-গ, ২৮-ক, ২৯-গ, ৩০-খ,৩১-ক,৩২-ঘ,৩৩-ঘ,৩৪-ক,৩৫-গ,৩৬-ঘ, ৩৭-ক, ৩৮-ঘ,৩৯-ক, ৪০-খ


আপনার মূল্যবান মতামত দিন: