বাড়িতেই কাটি চুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০ ১১:৪০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০ ১১:৪০

ছবি সমসাময়িক
মাথায় কালো চুলের লহর পড়ছে এসে মুখে, ঝাঁকে ঝাঁকে ভোমর যেন উড়ছে ফুলের বুকে। পল্লিকবি জসীমউদ্‌দীনের ‘আলাপ’ কবিতার খুকির চুলের লহর মুখে এসে পড়লেও আজকের পৃথিবী চায় সব সময় ‘ফিটফাট’ থাকতে। সময়মতো চুল কাটানো চাই। চাই মনের মতো ‘হেয়ারকাট’। তাই প্রয়োজন অনুভব করলেই ছুটতে হয় সৌন্দর্যচর্চা কেন্দ্রে। এমনটাই হয়ে আসছিল করোনাকালের আগপর্যন্ত। নব্বইয়ের দশকে মফস্বল শহরে মেয়েদের মাথার চুল কাটার জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা পাওয়ার সুযোগ ছিল খুব কম। মাতৃস্থানীয়রাই চুল কেটে দিতেন। এই প্রতিবেদকের ছোটবেলায়ও হয়েছে এমনটা। সেসব দিন পেরিয়ে পেশাদার চুল কাটার প্রচলন শুরু হয়েছে বেশ অনেক বছর ধরে। মহামারি পরিস্থিতিতে আবার চুল কাটার চল মোড় নিল উল্টো দিকে। বাড়িতে নিজেরা চুল কাটছেন, সেই চল ফিরে এল আবার। অনভিজ্ঞ হাতে চুল কাটতে গিয়ে হতে পারে মজার অভিজ্ঞতা। হয়তো চুলের ‘কাট’ হলো না ঠিকঠাক, হয়ে গেল উঁচু–নিচু ঢেউ! কিংবা এক পাশ ঠিক, আর অন্য পাশ নিয়ে নাজেহাল অবস্থা।
বাড়িতেই কাটি চুল
অভিজ্ঞতা না থাকলেও বাধ্য হয়েই অনেকে বাসায় চুল কাটছেন এখন। অন্তত তিন মাস পরপর চুল কাটার প্রয়োজন পড়ে। তবে বড় চুলও সুন্দর। খুব ছোট করে কাটতেই হবে, বিষয়টা এমন নয়। ‘গৃহবন্দী’ সময়ে বাড়িতে চুল কাটার চেয়ে চুলের যত্নে সময় বেশি দেওয়া উচিত বলে মনে করেন মিউনিস ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন। কেবল জরুরি হলেই বাড়িতে চুল কাটুন, নইলে পরীক্ষামূলকভাবে চুল কাটাছেঁড়া না করাই ভালো। শেষে পুরো অবয়বের ‘লুক’ নষ্ট হয়ে মন খারাপ হতে পারে। বাড়িতে অনভিজ্ঞ হাতে কাটাকাটি করে আকৃতি নষ্ট হয়ে যাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক সেবাকেন্দ্রেই আবার যেতে হতে পারে। বাড়িতে যতটুকু না কাটলেই নয়, কেবল ততটুকুই কাটুন। পরিস্থিতি স্বাভাবিক হলে সময়-সুযোগমতো না হয় বিশেষজ্ঞের শরণাপন্ন হলেন। তা ছাড়া সব ধরনের ‘কাট’ ভালোও হবে না বাড়িতে। চুলের ফিনিশিং, অর্থাৎ কাটার পর সব ঠিকঠাক করতে অভিজ্ঞ হাতের প্রয়োজন। লম্বা চুল নিজে কাটতে গেলে মুশকিলে পড়তে হতে পারে। বাড়িতে অন্য কারও সহযোগিতা নেওয়া যেতে পারে। যেমন কেটে দেওয়া যায় মেয়ের চুল। তবে চুল কাটার ব্যাপারে তাঁর যেন আত্মবিশ্বাস থাকে অবশ্যই। ইন্টারনেট থেকে ভিডিও দেখে কিছুটা বুদ্ধি নিতে পারেন। তবে ভিডিওতে দেখানো পদ্ধতি নিজের চুলে প্রয়োগ করার আগে ভালোভাবে বুঝে নিন। নইলে মাঝপথে বিপন্ন বোধ করতে পারেন।
চুল কাটতে হবে অল্প অল্প করে
চুল কাটতে হবে অল্প অল্প করে



আপনার মূল্যবান মতামত দিন: