মণিরামপুরে বোরো ক্ষেতে ইঁদুরের উৎপাত ব্যাপকহারে বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১ ০১:২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১ ০১:২১

ছবি সমসাময়িক
  বিশেষ প্রতিনিধি।। যশোরের মনিরামপুরে এবার বোরো ধানের ফলন সন্তোষজনক হয়েছে। তবে পাকা ধানে ইঁদুরের উৎপাত ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ক্ষেতের মধ্যে মাটি খুঁড়ে সুড়ঙ্গ করে পাকা ধান কেটে সাবাড় করে দিচ্ছে ইঁদুর। ফলে ইঁদুরের উৎপাতে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার জামলা, লাউড়ী, শ্যামকুড়, খেদাপাড়া, গালদাসহ বিভিন্ন এলাকার চাষিদের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান জানান, গত বছর মনিরামপুর উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ২৯ হাজার ২৫০ হেক্টর জমি। এবার চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৭ হাজার ৯০০ হেক্টর জমি। ভবদহের জলাবদ্ধতাসহ বিভিন্ন কারণে এবার চাষ করা হয় ২৭ হাজার চারশ হেক্টর জমি। মৌসুমের শুরুতে অনুকূল আবহাওয়া থাকলেও মাঝপথে হঠাৎ ঝড়-বৃষ্টিতে আবাদে ক্ষতি হয়। এ ছাড়া এবার কারেন্ট পোকার আক্রমণে সামান্য চিটা দেখা দেয়। এর পরও ফলন মোটামুটি ভালো হয়েছে। এরই মধ্যে ক্ষেতের ধান প্রায় পেকে গেছে। ধান কাটাও শুরু হয়েছে। বর্তমান বাজার দরও ভালো। শুরুতেই বাজারে ধান বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার দুইশ টাকা মণ দরে। কিন্তু বিপত্তি ঘটেছে ইঁদুরের কারণে। পাকা ধানে ইঁদুরের উৎপাত ব্যাপকহারে বেড়ে গেছে। ক্ষেতের মধ্যে মাটি খুঁড়ে সুড়ঙ্গ করে আধাপাকা ধান কেটে সাবাড় করে দিচ্ছে ইঁদুর। ফলে ইঁদুরের উৎপাতে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। জামলা গ্রামের চাষি সুভাষ কুমার শীল এবার ৩৫ শতক জমিতে ব্রি-২৮ জাতের চাষ করেছেন। তিনি জানান, পাকা ধানে ইঁদুরের উৎপাতে তিনি রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন। কারণ ক্ষেতের মধ্যে ইঁদুর মাটি খুঁড়ে সুড়ঙ্গ করে আধা পাকা ধান কেটে নিচ্ছে। তার ক্ষেতের অন্তত ১৫ থেকে ১৬ স্থানে ইঁদুর মাটি খুঁড়ে সুড়ঙ্গ করে ধান কেটে নষ্ট করছে। শুধু জামলা গ্রাম নয়, গালদা গ্রামের চাষি এনামুল হক সোহান, আশরাফ হোসেন, শরিফুল ইসলাম, আবুল বাশারসহ অনেকের ভাষ্যই একই। সোহান এবার ২২ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। তিনি জানান, হঠাৎ করেই ক্ষেতে ব্যাপকহারে ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। ইঁদুরে ক্ষেতের ধান কেটে সাবাড় করে দিচ্ছে। ফলে বাধ্য হয়েই আধাপাকা ধান তিনি কাটতে শুরু করেছেন। লাউড়ী গ্রামের চাষি আকরাম হোসেন, মিজানুর রহমান, জামাল হোসেনসহ অনেকেই একই কথা জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃহত্তর যশোর অঞ্চলের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ হীরক কুমার সরকার জানান, এবার বোরো মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় পোকা এবং ইঁদুরের আক্রমণ বৃদ্ধি পেয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: