ক্যানসার আক্রান্ত মৃত্যুর পথযাত্রী কলেজে শিক্ষকের প্রধানমন্ত্রীর কৃপা কামনায় আবেগঘন স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১ ১৯:১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১ ১৯:১৪

ছবি সমসাময়িক

নিউজ ডেস্ক।।

মণিরামপুরে বিশিষ্ট ক্রীড়া ও ছাত্র সংগঠক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব, আওয়ামী লীগের তেজর্ষী বক্তা, বন্ধু সুলভ শিক্ষক, মণিরামপুর সরকারী কলেজের সর্বস্তরের শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক উত্তম চন্দ্র দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পথযাত্রী। বেশ কয়েক বছর যাবৎ জীবনের রোজগারের সবকিছু দিয়ে দেশে এবং ভারতে চিকিৎসা করিয়ে প্রায় সর্বশান্ত হয়ে পড়েছেন এই গুনি মানুষটি। মণিরামপুরের এক সময়ের তুঁখোড় এই ফুটবলার পৈত্রিক সম্পত্তিও ঘুঁচিয়েছেন একটু স্বাভাবিক জীবনে ফিরে আসার আশা নিয়ে। কিন্তু বর্তমানে অর্থাভাবে সে আশাটুকু পোষন করতে পারছেন না তিনি। একজন শিক্ষক হয়ে আর কতদুর ব্যয় বহন করতে পারবেন সেটা ভেবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন তিনি। উপায় না পেয়ে কৃপাদৃষ্টি চেয়েছেন মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার নিজের ফেসবুক ওয়ালে সহযোগীতা চেয়ে ৭ ডিসেম্বর আবেগঘন একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।
স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহ তুলে ধরা হলো:
’’রজনী পোহাল, দিবস কেন যে এলনা। চলছে পরীক্ষা- নিরীক্ষা, চলছে থেরাপি, রক্ত আরো কত কি। সুস্থ হয়েও হচ্ছি না। 12 টি থেরাপি শেষে ফিরে আসছে জীবানু। ডাক্তার কে বিনয়ের সাথে বলেছিলাম, মুক্তি কি মিলবে? ডাক্তার বলল মুক্তির একমাত্র উপায় Bone marrow transplant। আমি ডাক্তারের মুখের দিকে চেয়ে থাকলাম। ডাক্তার জানালো খরচ 25-30 লাখ টাকা। “আমি শুনে হাসি, আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে”। আমার মতো শিক্ষকের জন্য তা সুদুর পরাহত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার জননী, নিরাশার আশা,বঞ্চিতের ভরসা, অন্ধকারের আলোকবর্তিকা। আপনার একটু মহানুভবতা, কৃপাদৃষ্টি আমার উপর বর্ষিত হোক। এই আমার প্রার্থনা।
★সবাই শেয়ার করুন



আপনার মূল্যবান মতামত দিন: