মণিরামপুর প্রাণি সম্পদ দফতরের তত্ত্বাবধানে থাকা অসুস্থ শকুন টি এখন প্রায় সুস্থ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৪:০৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৪:০৬

ছবি সমসাময়িক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি।। গত পাঁচদিন যশোরের মণিরামপুর প্রাণি সম্পদ দফতরের তত্ত্বাবধানে রয়েছে একটি শকুন। অসুস্থ হয়ে ধরা পড়া শকুনটি তাদের সেবায় এখন প্রায় সুস্থ। এখন মৃত গরু, ছাগল সহ কোন জীব মরলেও উন্মুক্ত মাঠে ফেলা হয়না বিধায় খাদ্যের অভাবে মাঠে দুর্বল হয়ে পড়ে থাকা এ প্রাণিটি গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মণিরামপুরের একটি মাঠ থেকে উদ্ধার হয়। পূর্ণ বয়স্ক শকুনটির ওজন হবে আনুমানিক সাত থেকে আট কেজি। শকুনটি এখন বর্তমান খাঁচাবন্দী অবস্থায় মণিরামপুর প্রাণি সম্পদ অফিসে আছে। একসময় মণিরামপুরের মাঠে মাঠে মৃত জীব ফেললে দেখা মিলতো ঝাঁকে ঝাঁকে শকুনের। প্রায় ২০-২২ বছর হয়েছে এ প্রাণিটির দেখা মেলা দায়। বিলুপ্তপ্রায় এ পাখিটি নতুন প্রজন্মের কাছে এখন পুরোটাই অচেনা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালপুর এলাকার দুই কিশোর মাঠে খেলতে গিয়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকা বড় এ পাখিটি দেখতে পায়। তখন তারা পাখিটিকে ধরে নিয়ে আসেন মণিরামপুর বাজারের সুস্থ করার জন্য শরিফ ড্রাগ হাউজে। এরপর তারা জানতে পারে এটি শকুন। এর পর সাথে সাথে শকুনটাকে প্রাণি সম্পদ অফিসে নিয়ে যায়। এবং গত পাঁচদিন মণিরামপুর প্রাণি সম্পদ দফতরের তত্ত্বাবধানে চিকিৎসায় থাকা অসুস্থ শকুন টি এখন প্রায় সুস্থ। মণিরামপুর প্রাণি সম্পদ দফতরের উপসহকারী প্রাণি স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ বলেন খাদ্যের অভাবে দুর্বল হয়ে অসুস্থ ছিলো শকুনটি। শকুনটিকে ভিটামিন দেয়া হয়েছে। নিয়মিত আমরা ওরে খাবার দিচ্ছি। মণিরামপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী বলেন, শকুনটি এখন সুস্থ আছে। আরো এক- দুদিন আমরা হেফাজতে রেখে ওরে সুস্থ করবো। তারপর বনবিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে শকুনটিকে মুক্ত করে দেবো।


আপনার মূল্যবান মতামত দিন: