যশোরের একজন নারী উদ্যোক্তার নাম শিরিন সুলতানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০ ১৮:১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০ ১৮:১৯

ছবি সমসাময়িক
[gallery ids="1138,1139"] [gallery ids="1135,1133,1132"] মোঃ শাহ্ জালাল।। একজন নারী উদ্যোক্তাকে সবসময় উদ্যোক্তা হিসেবে দেখা উচিৎ, নারী উদ্যোক্তা হিসেবে নয়। কিন্তু এই মুহর্তে আমাদের দেশে নারী তথা নারী উদ্যোক্তা ও নারী পেশাজীবিরা পুরষদের মতো নির্বিঘ্নে কাজ করার সুযোগ পাননা। এটা সমাজের সমস্যা হোক, দেশের সমস্যা হোক- এটা একটা বড় সমস্যা। নারীরা এমন কিছু সমস্যা মোকাবিলা করেন যেটা একই সমাজের একজন পুরুষকে মোকাবেলা করতে হয়না। বিশেষ করে আমাদের এই বাংলাদেশে। বলছিলাম যশোরের একজন নারী উদ্যোক্তা শিরিন সুলতানার কথা। তার উদ্যোক্তা’ হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনে রয়েছে নিজের পরিশ্রম এবং এগিয়ে যাওয়ার প্রত্যয়। পথে পথে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে শিরিন সুলতানাকে। তবে কখনোই দমে যাননি তিনি। বেকরত্ব যখন তাড়াকরে বেড়াচ্ছি তখন কোন আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা পাইনি শিরিন। একসময় শিরিন বেকারত্বের কারণে পরিবারের কাছেও বোঝা হয়ে দাঁড়ায়। একদিকে বেকারত্ব অন্যদিকে মরণব্যাধি ক্যান্সারের আক্রান্ত বাবা, অসুস্থ মা, নিদারুণ এক কঠোর দিনযাপন করতে করতে পরিবারের সদস্যদের উপর বিরক্তিকর হয়ে গেল শিরিন। একান্ত বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলতে বলতে শিরিন বললেন আমার জীবনের আরো এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো পাবলিকের সামনে বলতে চাচ্ছি না। তবে শূণ্য হাতে বন্ধু কবি ও অনুবাদক মিলন আশরাফের অনুপ্রেরণায় মাত্র ১৮০০ টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করি আমার ব্যবসায়ের। সেই ব্যবসার পুঁজি এখন আমার সংগ্রাম ও সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে নিয়ে যাচ্ছে । শিরিন আসলে হস্তশিল্প ও দেশীয় পণ্য নিয়ে কাজ করে। সুঁই আর সুঁতো দিয়ে বিভিন্ন ডিজাইন করে মেয়েদের অন'পিস জামা, থ্রি'পিস, শাড়ি, ব্লাউজ, বাচ্চাদের জামা, ছেলেদের পান্জাবি, ফতুয়া, নকশিকাঁথা, বেডসিট, হাতে তৈরি হাতপাখা, কুশনকভার সহ দেশীয় পণ্যের অর্ডার নিয়ে খুচরা ও পাইকারিতে বিক্রি করে থাকেন । শিরিনের তৈরী মেয়েদের সালোয়ার-কামিজ, থ্রি-পিস, ওয়ান-পিস, ছেলেদের পাঞ্জাবিসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে দেশ-বিদেশে। এই উদ্যোক্তা শিরিন সুলতানার কথা সম্প্রতি যশোর বাসীর মুখেমুখে। আজ শিরিন সুলতানা তাই শুনিয়েছেন তার কঠোর সংগ্রাম ও সফলতার গল্প।


আপনার মূল্যবান মতামত দিন: