যশোরের ফুল চাষীদের মুখে সাফল্যের হাসি

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৪

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৪

নিউজ প্রতিনিধি।

বৈরী আবহাওয়া ও করোনা কালীন সংকটের কারণে গত দু'বছর ফুল চাষে তেমন সাফল্য না পেলেও এবার আবহাওয়া

অনুকূলে থাকায় ফুল চাষে সাফল্য পেয়েছেন দেশের এক তৃতীয়াংশ ফুলের চাহিদা পূরণ করা যশোরের ফুল চাষীরা। সাফল্যের হাসি এখন তাদের চোখে মুখে । ইতিমধ্যে গত হয়েছে রোজ ডে। দিনটিকে কেন্দ্র করে ফুল বিক্রি তাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তারা। জেলার ফুলপ্রেমিদের চাহিদা পূরণ করেও জেলার বাইরে ফুলের চাহিদা পূরণ করতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদী চাষিরা ।
এবারের আবহাওয়া চাষীদের অনুকূলে থাকায় তাদের মুখে ফুটেছে হাসির ঝিলিক। ক্ষেতে হরেক রকম ফুল আর চাষীদের মুখের হাসিই প্রমান করছে তাদের সাফল্য। সবকিছু ঠিক থাকলে ৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট তাদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিদর্শক মনজুরুল হকের দেওয়া তথ্য মতে গত বছর ৬৪০ হেক্টক জমিতে ফুল চাষ করেছিলেন এ জেলার চাষিরা। এবছর ৬ হাজার চাষি প্রায় ৭০০ হেক্টর জমিতে ফুল চাষ করেছে। তার মতে এবারের আবহাওয়া ভাল থাকায় গত দু বছরের ক্ষতি এবছর বেশ খানিকটা পুষিয়ে নেবে চাষীরা।




আপনার মূল্যবান মতামত দিন: