ধেঁয়ে আসছে বজ্রসহ বৃষ্টি

সমসাময়িক ডেক্স।। | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩১

সমসাময়িক ডেক্স।।
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩১

ছবি- সমসাময়িক ফটো।

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে; সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে, আজকের পর পরবর্তী দুদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে আজ (১৭ ফেব্রুয়ারি) শুক্রবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং ভোরে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকালে দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৮শ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। তাই এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের বিহার ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ঢাকায় শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে।




আপনার মূল্যবান মতামত দিন: