জনদুর্ভোগের কারণ চিত্রা নদীর বেইলী ব্রিজ

রাশেদ রেজা মাগুরা থেকে... | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৯

রাশেদ রেজা মাগুরা থেকে...
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৯

ছবি- সমসাময়িক ফটো।

যশোর-মাগুরা মহাসড়কের নিত্যদিনের জনদুর্ভোগের আরেকটি কারণ ছবিতে থাকা দৃশ্য, অতিরিক্ত মাল বোঝাই ট্রাক সহ যানবাহন প্রতিনিয়ত চিত্রা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটির পাঠাতন ভেঙে যাওয়ার কারণ, আর এ কারণেই মহা বিপাকে পড়েছে মাগুরা সড়ক বিভাগ তারা প্রতিদিন সকাল এবং বিকালে দুই বার করে বেলি ব্রিজটি মেরামত করলেও মিলছে না সুরাহ, চাইলেও মেরামতের পর ভেঙ্গে পড়ছে অন্যপাশের পাঠাতন।

এদিকে ভেঙে যাওয়া বেইলি ব্রিজটি বন্ধ হয়ে যাওয়ার কারনে সিমাখালি বাজার হইতে পিয়ারপুর গ্রাম ও প্রেমচারা গ্রামের মধ্য দিয়ে পুলেরহাটের রাস্তাটি বেহাল দশায় পরিণত হচ্ছে, দেখার কেউ নেই।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আগামী মার্চ মাসের শেষের দিকে যশোর-মাগুরা মহাসড়কের চিত্রা নদীর উপর নির্মিত ব্রিজটি উদ্বোধন করা হবে।
এদিকে এলাকাবাসীর দাবি, ব্রিজটি উদ্বোধন হলেও বারবার ব্যবহৃত যে রাস্তাটি যশোর মাগুরা সড়কের যানবাহনের প্রধান রাস্তা হিসাবে বর্তমান ব্যবহার করে চলেছে এটার বেহাল দশা বা মেরামত করবে কে, জনমনের এই দাবিটি সত্যিই যুক্তিযুক্ত।




আপনার মূল্যবান মতামত দিন: