ভারতের মহারাষ্ট্রের রোহান আগারওয়ালকে আতিথেয়তা দিল মাগুরা জেলা প্রশাসন

রাশেদ রেজা মাগুরা থেকে... | প্রকাশিত: ৩ মার্চ ২০২৩ ০১:৪৩

রাশেদ রেজা মাগুরা থেকে...
প্রকাশিত: ৩ মার্চ ২০২৩ ০১:৪৩

ছবি- সমসাময়িক ফটো।

প্লাস্টিক সচেতনতায় ভারতের মহারাষ্ট্রের রোহান আগারওয়াল পায়ে হেঁটে এখন মাগুরা জেলায়, রোহান আগারওয়াল মাত্র ৯০ দিনে ভারতের ২৭ টি রাজ্য এবং বাংলাদেশের এখন পর্যন্ত ৪৩ টি জেলা ভ্রমণ করে রোহান মাগুরায় পৌঁছায় গত ২৭ ফেব্রুয়ারী, মাগুরা জেলা প্রশাসন আতিথেয়তা ও সব ধরনের লজিস্টিক সাপোর্ট করার মাধ্যমে তিনি মাগুরায় একটি স্কুল ও একটি এনজিও তে সে তার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

উল্লেখ্য, মহারাষ্ট্রের নাগপুর নিবাসী ২১ বছর বয়সী একজন শিক্ষার্থী প্লাস্টিক এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ১৫০০ কি:মি: হেঁটেছে, তার লক্ষ্য সাইবেরিয়ার ওমিয়াকন পর্যন্ত হেঁটে (তাপমাত্রা -৭২ ডিগ্রী) এশিয়ার ২০টি দেশ অতিক্রম করে স্থলপথে ভারত পৌঁছানো।
এ বিষয়ে সোশ্যাল মিডিয়াতে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, "আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করি"




আপনার মূল্যবান মতামত দিন: