যশোরে চুকনগর মহাসড়কে প্রাইভেটকার খাদে পড়ে আহত ১

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি: | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩ ২৩:৩৯

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩ ২৩:৩৯

ফটো:মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি

যশোর সদর উপজেলা চুকনগর মহাসড়কে কানাইতলার সংলগ্নে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ২৭ শে জুলাই বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২ টা দিকে নিয়ন্ত্রণ হারিয়ে এ প্রাইভেটকারটি খাদে পড়ে। জানা যায়, কেশবপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার যার নং (ঢাকা মেট্রো - গ ১৩ - ৩৮ ৭০) যশোরে উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে যশোর চুকনগর মহাসড়কের কানাইতলার সংলগ্নে আসলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে চালক আবু বক্কর আহত হন, এবং প্রাইভেটে থাকা অজ্ঞাত ঐ ব্যক্তি স্বাভাবিক অবস্থায় জানা যায়। তবে এই ঘটনার বিষয় ফোন আলাপে প্রাইভেটের ড্রাইভার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার এক বন্ধু কেশবপুর থেকে যশোরের রওনা হচ্ছিলাম পথিমধ্যে কানাইতলার সংলগ্নে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা বলে তিনি জানান। সরেজমিনে গিয়ে দেখা যায় ঐ প্রাইভেটের সামনের গ্লাসে সাদা কাগজে গ্লাসে লাগানো একটি স্টিকার, তাতে লেখা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। চালকের কাছে প্রাইভেট গাড়ির মালিকের নাম এবং স্টিকারের বিষয়ে জানতে চাইলে তিনি তার নাম জানাতে অস্বীকার করেন। এদিকে প্রাইভেটকার উদ্ধার করতে আসা মিস্ত্রি ইনামুল হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই প্রাইভেটকারটি পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তবে ড্রাইভার আবু বক্কার এই প্রাইভেটকার টি চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান এই প্রাইভেটকারটির চালক অনেক জোরে চালিয়ে যাচ্ছিল সে জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই দুর্ঘটনা ঘটে।




আপনার মূল্যবান মতামত দিন: