গড়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন কে কেন্দ্র করে অতর্কিত হামলা, আহত ৫

রাশেদ রেজা মাগুরা থেকে... | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪ ২২:২১

রাশেদ রেজা মাগুরা থেকে...
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪ ২২:২১

দৈনিক সমসাময়িক ফটো।।

গড়াই নদী থেকে অবৈধ মাটি উত্তোলনে বাঁধা দেওয়ায় মাগুরার সদর উপজেলার বগিয়া ইউনিয়নের পাথুরিয়া-বাগবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দুই নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

আজ শনিবার (০৬ মার্চ) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অতর্কিত হামলায় আহত হয়েছেন, পাথুরিয়া গ্রামের মুরাদ বিশ্বাস (৬০), ইব্রাহিম বিশ্বাস (২৮), সৈবাল (২৫), আখি (২০) ও নাসরিন (২৮)। আহত ৫ জন মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎধীন রয়েছে।

এ বিষয়ে আহত মুরাদ বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেন, প্রতিপক্ষের লোকজন অবৈধ মাটি কাটায় আমাদের জমির ক্ষতি হচ্ছিলো। একাধিকবার সালিশ বিচার করেও তাদের দমানো যায়নি। এ ঘটনার পর আমাদের উপর ক্ষীপ্ত হয়ে শনিবার ভোর সকালে অতর্কিত হামলা চালায় তৈয়ব বিশ্বাস, বদিয়ার বিশ্বাস, রুহুল মিয়া ওরফে জাহিদসহ শতাধিক লোকজন আমাদের ঘুমন্ত মানুষগুলোর উপর অতর্কিত হামলা চালায়, আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি তদন্ত মো. পিয়ার উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, এখন পরিস্থিতি শান্ত রয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।




আপনার মূল্যবান মতামত দিন: