১০ কেজি চাউল বিতরণ কার্যক্রমে জনগণের অসন্তুষ্টি

আরিফ বিল্লাহ, বাঘারপাড়া প্রতিনিধি।। | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৪ ১৯:২৬

আরিফ বিল্লাহ, বাঘারপাড়া প্রতিনিধি।।
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৪ ১৯:২৬

দৈনিক সমসাময়িক ফটো।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দেশব্যাপী ভিজিএফ এর চাল বিতরণের কর্মসূচি চলমান এরই ধারাবাহিকতায় আজ যশোরের বাঘারপাড়া উপজেলার ৮ নং বাসুয়াড়ী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ১৮১০ জন জনগণের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করার কথা ছিল কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে প্রায় ৫৮ জন জনগণ চাউল নিয়ে চলে যায় এতে করে চেয়ারম্যানের সঠিক স্বাক্ষরিত স্লিপের জনগণের কাছে থেকে যায় এ নিয়ে সাধারণ জনগণের মাঝে চরম অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে।

এই অনিয়ম নিয়ে কথা বলতে গেলে গড়ব বাংলাদেশ পত্রিকার প্রতিবেদকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর সরদার বলেন, আজ ১৮১০ জন জনগণের ভেতর চাউল বরাদ্দ ছিলো এবং ১৮১০ কেজি চাউল বিতরণ করেছি কিন্তু ৫৮ জন বেশি হওয়ায় যারা সটিক কার্ডধারী আমার স্বাক্ষরিত স্লিপ দেওয়া হয়েছে তারা চাউল কমবেশি করে দেওয়া হয়েছে, অল্পকিছু কার্ডধারী শেষ পর্যন্ত চাউল পাইনি বলে চাউল বিতরণ কার্যক্রমের সাথে জড়িত গ্রাম-পুলিশ অবহিত করে। তখন স্লিপগুলা গণনা করলে ৫৮টি ভূয়া স্লিপ আমি পাই যেগুলো ফটোস্টাটের দোকান থেকে ফটোকপি করা তাই চাউল বিতরণ নিয়ে বিছিন্ন ঘটনার জন্ম হয়েছে আমি দ্রুত বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নিবো।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্লিপধারী বলেন, একসাথে ইউনিয়ন পরিষদে এসেছিলাম বিনামূল্যে ১০ কেজি করে চাউল দিবে জেনে, স্থানীয় মেম্বার এর কাছ থেকে স্লিপও পেয়েছিলাম কিন্তু গ্রাম পুলিশরা এখন বলছে চাউল নেই তাই সকাল থেকে দাঁড়িয়ে থেকে এখন বাড়িতে ফেরত যাচ্ছি।




আপনার মূল্যবান মতামত দিন: