চুরি যাওয়া উপার্জনের একমাত্র বাহন টি পেয়ে আনন্দে অশ্রুসিক্ত শারীরিক প্রতিবন্ধী- আব্দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০ ১৪:০১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০ ১৪:০১

ছবি সমসাময়িক
  যশোর প্রতিনিধি।। যশোরের কোতয়ালী মডেল থানাধীন নরেন্দ্রপুরে বসবাস করেন আব্দুল কাদের, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী (পঙ্গু, রোড এক্সিডেন্ট করে এক পা নেই), কিন্তু দারিদ্রতা তার প্রতিবন্ধীকতাকে ঘরে বসে থাকতে দেয়নি। তাইতো প্রতিবন্ধীকতাকে দূরে ঠেলে জীবিকার তাগিদে ঘর থেকে রাস্তায় নামতে হয়েছে আব্দুল কাদের কে। তবে আর দশজন প্রতিবন্ধীর মত রাস্তায় ভিক্ষা করতে বের হয়নি সে। পরিশ্রম করে সংসার চালাতে চেয়ে ছিলেন তিনি, তাইতো ভিক্ষাবৃত্তি না করে উপার্জনের মাধ্যম হিসাবে বেছে নিয়ে ছিলেন ইজিবাইক চালনা। অনেক কষ্ট করে সমস্ত সম্বল এবং ধার-দেনা করে ক্রয় করেছিলেন একটি ইজিবাইক। সারাদিন বাইক টি চালিয়ে যে অর্থ উপার্জন করতেন তাই দিয়ে সংসার টা মোটামুটি চলে যেত। কিন্তু একটি কথা আছে বিধির বাম, আর সেটাই হলো আব্দুল কাদেরের জীবনে, একেতো করোনাকাল তার উপর হারাতে হলো সংসার চালানোর একমাত্র বাহন ইজিবাইটি (হঠাৎ তার ইজিবাইক টি চুরি হয়ে যায়)। আর এতে করে সে হয়ে পরেন সহায় সম্বলহীন অসহায় দরিদ্র একজন ব্যক্তি। খুবই কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি। সে হয়তো কখনো ভাবেনি কোন দিন তার চুরি যাওয়া একমাত্র উপার্জনের বাহনটি কখনো ফেরত পাবে। কিন্তু তিনি হয়তো জানতেন না যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয় জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের পরই কয়েকটি বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ যশোরের সকল ইউনিট কে, তার মধ্যে অন্যতম একটি হলো আন্তঃজেলা চোরচক্র নির্মূল করা। তার এই নির্দেশনা মোতাবেক জেলার প্রতিটি ইউনিট দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই পেক্ষিতে বিশেষ করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ জনাব সোমেন দাসের দক্ষ নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/ মোহাম্মদ মফিজুল ইসলাম, পিপিএম, এসআই(নিরস্ত্র) মোঃ শামীম হাসান সহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিমের সাড়াশি অভিযানে কয়েক ধাপে এই আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক এবং চুরি যাওয়া অনেক গুলো ইজিবাইক উদ্ধার করা হয়। সর্বশেষ গত ০৬ নভেম্বর এই চক্রের আরো আট জন কে আটক এবং আটটি ইজিবাইক উদ্ধার করা হয়। এরপর চোরচক্রের জবানবন্দিতে তাদের দেখানো বাড়িতে গিয়ে যাচাই-বাছাই পূর্বক প্রকৃত মালিকের নিকট ইজিবাইক হস্তান্তর করা হয়। তারই ধারাবাহিকতায় অদ্য ০৫ নভেম্বর সকাল ১১.৩০ ঘটিকায় যশোর পুলিশ লাইন্সে যশোর জেলার মানবিক পুলিশ সুপারের উপস্থিতিতে সেই আব্দুল কাদের এর চুরি যাওয়া উপার্জনের একমাত্র বাহনটি ফেরত দেওয়া হয়। উপার্জনের বাহনটি হারিয়ে জীবন যুদ্ধে থেমে যাওয়া কাদের পুনরায় তার বাহনটি ফেরত পেয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে পরেন। এসময় পুলিশ সুপার মহোদয় ইজিবাইকের চাবিটি আব্দুল কাদেরের কাছে হস্তান্তর করেন এবং সরেজমিনে দেখেনে একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও ভিক্ষাবৃত্তি না করে কিভাবে ইজিবাইক চালান। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ যশোরের সকল উর্দ্ধতন কর্মকর্তাগণ।


আপনার মূল্যবান মতামত দিন: