নমিতা কৃষ্ণপদ'র দীর্ঘ বিশ বছরের প্রেম বর্তমান সমাজের এক দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০ ১৫:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০ ১৫:২৭

ছবি সমসাময়িক
  প্রনব কুমার বিশ্বাস।। যশোরের মনিরামপুর উপজেলা হাজিরহাট বাজারে মিষ্টি দোকানদার কৃষ্ণপদ' গোলদার।বর্তমান বয়স প্রায় ৮৫। যৌবনে ভাঁটা পড়লেও আজও টিকে আছে প্রায় ত্রিশ বছরের প্রেমের দ্বিতীয় দাম্পত্য জীবন। বিশেষ তথ্য নিয়ে জানা যায় ডুমুরিয়া উপজেলার টুলনা গ্রামের কৃষ্ণপদ গোলদার এর দুই পুত্র রেখে স্ত্রী মারা গেলে তিনি নাম কীর্তন দলে গান গাইতেন। এসময় পরিচয় হয় কেশবপুর উপজেলার মূলগ্রামের নমিতা গোলদারের সাথে যার বর্তমান বয়স প্রায় ৫০ বছর। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে উঠলে দুজনেই প্রেমের বন্ধনে দাম্পত্য জীবন গড়ে তোলে। আজ প্রায় দীর্ঘ বিশ বছর যাবৎ মনিরামপুর উপজেলার হাজিরহাট বাজারে টিন ও কাঠের বেড়া ঘরে মিষ্টি বিক্রি করে সংসার চালাচ্ছেন তারা। স্বামী কৃষ্ণপদ গোলদার এর শারিরীক অবস্থা এখন অচল ,তবুও স্ত্রী নমিতার স্বামীর প্রতি নাই এক বিন্দুও ভালোবাসার কমতি। ভাত হাত দিয়ে খেতে পারেননা স্বামী কৃষ্ণপদ তাই স্ত্রী নমিতা নিজ হাতে খাওয়ায় দেন তিনবেলা। নমিতা গোলদারের নিজস্ব সন্তান না থাকলেও মৃত সতীনের দুই পুত্রকে নিজের সন্তানের মত ভালোবাসে। দুই পুত্র মাঝে মাঝে হাজির হাট বাজারে এসে খোঁজ নেয় বাবা-মায়ের । নমিতার হাতে বানানো মিষ্টির ভিতরে দানাদার ও গজা খুবই সুস্বাদু। সত্য আজ এই নমিতার প্রেম আজ সমাজের জন্য দৃষ্টান্ত।


আপনার মূল্যবান মতামত দিন: