পাইকগাছা থানা ওসি'র নয়া উদ্যোগ, মর্নিং ওয়ার্কে দিকনির্দেশনা প্রদান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৩০

ছবি সমসাময়িক
  মোঃ মানছুর রহমান (জাহিদ), খুলনা থেকে।। খুলনা জেলার পাইকগাছা থানার সুদক্ষ অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফীর নয়া উদ্যোগ মর্নিং ওয়ার্কে অফিসার ও কনস্টেবলদের নিজের অভিজ্ঞতায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান মর্নিং ওয়ার্কে নিয়মিত পিটি অনুশীলন, থানার অফিসার ও কনস্টেবলদের মানষিক বিকাশ, কর্ম জীবনে দক্ষতা অর্জন, পারিবারিক সুরক্ষা ও ছেলেমেয়েদের শিক্ষা ও সুশাসন বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিদিন থানার অফিসার ও কনস্টেবলদের সাথে মর্নিং ওয়ার্কে বেরিয়ে এ সব কাজগুলি বাস্তবায়ন সহ তিনি দিক নির্দেশনা প্রদান করেন ওসি এজাজ শফী। ওসি এজাজ শফি'র এমন পদক্ষেপে থানার কর্তব্যরত অফিসার ও পুলিশ সদস্যরা খুব খুশি।এর আগে তিনি থানার আঙ্গিনা পরিচ্ছন্ন সহ দৃষ্টিনন্দন করে তাক লাগিয়ে দিয়েছেন। জনগনের সেবা দোর গোড়ায় পৌঁছে দিতে তিনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। বয়স্ক ও নারীদের সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক সেল গঠন করেন। এছাড়াও তদন্ত রিপোর্টে স্বচ্ছতা ও নির্ভূল করতে প্রত্যেক সদস্যদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন যেখানে নিজেই প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করেন। এ বিষয়ে ওসি এজাজ শফি জানান, পুলিশের প্রতি জনগনের শতভাগ আস্থা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাছাড়া পরিচ্ছন্ন সমাজ বিনির্মানে প্রশাসনের দ্বায়িত্ব রয়েছে বলে মনে করি। তিনি বলেন, একাধিকবার শান্তিমিশনে গিয়েছি। সে সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সে লক্ষে প্রত্যেক পুলিশ সদস্যদেরকে নিয়ে নিয়মিত ব্রিফিং, পিটিসহ প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।


আপনার মূল্যবান মতামত দিন: