যশোরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩১

ছবি সমসাময়িক

মণিরামপুর (যশোর) সংবাদদাতা।।

যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধি ও বিনোদন পিপাসু ব্যক্তিদের উদ্যোগে রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এই লড়াই প্রতিযোগিতায় ৬টি ষাঁড় অংশ নেয়। চুড়ান্ত প্রতিযোগিতায় উপজেলার খানপুর ইউনিয়নের ভরতপুর গ্রামের মিলনের ষাঁড়টি চ্যাম্পিয়ন এবং হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া গ্রামের সবুজের ষাঁড়টি রানারআপ হয় বলে আয়োজক স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শংকর কুমার সরকার জানান। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার অন্যতম পৃষ্ঠপোষক স্থানীয় ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে, মাছ পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সমীরন সরকার, স্থানীয় শ্রমজীবীদের নেতা রাখাল সরকার, প্রতিযোগী ষাঁড়ের মালিক স্থানীয় কাজীরগ্রামের ইসমাইল হোসেনসহ আনন্দপ্রিয় ষাঁড়ের লড়াই প্রতিযোগীতা দেখার জন্য স্কুল মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে জানান, এলাকার জনগণের চাহিদা ও বিনোদনের খোরাক এবং গ্রাম-বাংলার অতীত ঐতিহ্য ধরে রাখার জন্য তিনি সহ এলাকার কিছু উৎসাহী ব্যক্তিদের সহযোগীতায় এলাকার বিভিন্ন গ্রামে এই ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা মাঝে মাঝে আয়োজন করা হয়। এতে এলাকার বিনোদন পিপাসু ও আনন্দ প্রিয় মানুষ ও উৎসুক জনগন বেশ বিনোদন পেয়ে থাকেন বলে তিনি অভিপ্রায় ব্যক্ত করেন।


আপনার মূল্যবান মতামত দিন: