প্রধানমন্ত্রী মধু চাষে নজর দিলে বেকারত্ব দূরীকরণে হাতিয়ার হবে মৌ-চাষ- মোকলেছুর রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১ ১৪:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১ ১৪:৩৬

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

আজ মাগুরায় বিরাট আয়োজনে মা মৌ খামারের পরিচালনায়, মধু সংগ্রহ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুৃধবার কালিশঙ্করপুর গ্রামে মৌ চাষ কেন্দ্রে এ বর্ণাঢ্য উৎসবটি অনুষ্ঠিত হয় । মা মৌ খামারের পরিচালক মোকলেছুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, আমি ১৯৯০ সাল থেকে এ মধু চাষের সাথে জড়িত, মধু চাষের প্রশিক্ষন কর্মশাশালায় প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন দিয়ে থাকি, এ পেশায় প্রশিক্ষন নিয়ে অনেকের বেকারত্ব দুর করা সম্ভম, মাননীয় প্রধান মন্ত্রী প্রতিটি ঘরে ঘরে চাকুরীর ঘোষনা যুগান্তকারী মহতী উদ্যোগ, তারপরও আমি বেকারদের এ পেশায় আহবান করি। কারণ তারা যেন এ চাকুরীর পিছে না ঘুরে মৌ চাষ প্রশিক্ষন নিয়ে দেশের ও দশের কাজে লাগাতে পারে। এতে দেশ ও উপকৃত হবে, এবং বেকারত্ব থেকে দেশ বাঁচবে। তিনি সংবাদ মাধ্যমের সহযোগীতায় সরকারের কাছে মধু চাষের বিষয়ে সকল ধরণের সহোযোগীতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি-খামার বাড়ি মাগুরার উপ পরিচালক হায়াত মাহমুদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবু তালহা, কৃষি কর্মকর্তা প্রশিক্ষক খামারবাড়ি মাগুরার মোশারফ হোসেন, উপজেলা কৃষি অফিসার হুমাউন কবির, উপসহকারি কৃষি কর্মকর্তা তুষার মজুমদার,সাংবাদিক আইনুল ইসলাম,শামীম শরীফ,আকরাম হোসেন ইকরাম সহ অন্যন্য।


আপনার মূল্যবান মতামত দিন: