কলকাতায় স্কুল খোলার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২ ১৮:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২ ১৮:২৭

ছবি সমসাময়িক
কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংঘ, কলেজ স্কোয়ার মরে বেলা দুটো থেকে স্কুল খোলার দাবিতে বিক্ষোভ অবস্থান করলেন,..... রাজ্যের সমস্ত জেলায় জেলায় ছাত্র-ছাত্রী ও মায়েদের নিয়ে বিক্ষোভ অবস্থান  ডেপুটেশন ও দিলেন, ছাত্র-ছাত্রীদের  দাবী আমরা স্কুলে যেতে চাই, স্কুল খোলার ব্যবস্থা করুন, এবং ছাত্র ছাত্রীদের মায়েরা কলেজ স্কোয়ার মোড়ে এসে বিক্ষোভ দেখান,ও সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন ,তারা বলেন রাজ্য সরকার সমস্ত কিছু খোলার ব্যবস্থা রেখেছে, পানশালা থেকে শুরু করে হোটেল ,শপিং মল, রেস্টুরেন্ট ,সিনেমা হল ,এমনকি মোদির দোকান পর্যন্ত ,কিন্তু স্কুল খোলার  জন্য কোনরকম ব্যবস্থা গ্রহণ করছেন না, কি কারন কিসের জন্য, , যদি করোনাকালে সমস্ত রকম প্রটোকল খুলে এবং ডিসটেন্স মেনে সব খুলে রাখতে পারেন তাহলে ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খোলার ব্যবস্থা হয় না কেন, শুধুমাত্র পঠন-পাঠনে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই, রাজ্য সরকার করোনাকালে ঘোষণা করেছেন যে বিয়ে ও সামাজিক কাজে একটা নির্দিষ্ট নিয়ম বাধা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সরকার সেটার দিকেও সংখ্যা বাড়িয়ে দিলেন, কিন্তু ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তারা দু'বছর ধরে বাড়িতে বসে, কোন কিছু করতে পারছে না, অনলাইনের মাধ্যমে সব কিছু করা সম্ভব হয় না, তাই আমরা বিক্ষোভ জানাচ্ছি যদি বাচ্চাদের স্কুল খোলার ব্যবস্থা না হয়, তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব ,আর অনলাইন নয় এবার সরাসরি স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে, স্কুল খোলার ব্যবস্থা করতে হবে, ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা জানালেন আমরা দু'বছর ধরে বাড়িতে বসে, স্কুল যেতে পারছিনা ,কোথাও বেরোতে পারছি না, ঘরবন্দী, আমাদের কিছু ভালো লাগছেনা, আমরা স্কুল যেতে চাই, আমাদের স্কুল খোলার ব্যবস্থা করা হোক, আমরা আর অনলাইনে পড়তে চাই না, জিভাবে কোভিড বিধি মেনে সমস্ত কিছু খোলা হয়েছে, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সমস্ত প্রোটোকল ও কোভিড বিধি মেনেই স্কুল খুলতে হবে , বিক্ষোভের সাথে সাথে তারা ডেপুটেশন দিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: