মোঃ শাহ্ জালাল।। দলিয় মনোনয়ন বঞ্চিত হয়ে যশোরর মনিরামপুরে বিএনপির হাজারো নেতাকর্মী সমর্থকদের চাপের মুখে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।
এর আগে দলিয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় বিশেষ সভার। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর সাধারন সম্পাদক আব্দুল হাই, মফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ মুছার বড় ছেলে কামরুজ্জামান শাহিন, আজিবর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতবৃন্দ। সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় শহীদ ইকবাল হোসেনকে স্বতন্ত্র প্রার্থী করার। পরে অবশ্য নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে শহীদ ইকবাল হোসেন প্রার্থী হতে সম্মত হন। ফলে সভা শেষে হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা মিছিল সহকারে উপজেলা পরিষদে যান। এ সময় পাঁচজন প্রতিনিধি সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোননয়নপত্র জমা দেন।
উল্লেখ্য ৪ ডিসেম্বর যশোর-৫ এ আসনটিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষনা করা হয়। কিন্তু ২৪ ডিসেম্বর এ আসনটি বিএনপির শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসিচব রশিদ আহম্মদের নাম ঘোষনা করা হলে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। সেই থেকে মনিরামপুর উত্তাল হয়ে পড়ে। উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে।
আপনার মূল্যবান মতামত দিন: