কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৮

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৮

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তানভীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার ঘোষ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
এদিন সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।
এ ছাড়া দিবসটি উপলক্ষে স্বপ্ন উন্নয়ন সংস্থার উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল, কেশবপুর শিশু সদন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়। স্বপ্ন উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ দত্তের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি জয়দেব দত্ত, সহসাধারণ সম্পাদক এম এ মান্নান, কোষাধ্যক্ষ সুজিত কুমার বিশ্বাস, নির্বাহী সদস্য আকাশ দত্ত প্রমুখ। #




আপনার মূল্যবান মতামত দিন: