মনিরামপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৈশিক জলবায়ু ধর্মঘট পালিত

মণিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪ ২০:৫০

মণিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪ ২০:৫০

ছবি- নিউজ প্রতিনিধি পাঠানো।

মনিরামপুর প্রতিনিধি।।জলবায়ু ন্যায্যতার দাবিতে র‌্যালি, মানববন্ধন, উপস্থিত বক্তৃতা ও আলোচনাসভার মধ্য দিয়ে শুক্রবার যশোরের মনিরামপুরে বৈশি^ক জলবায়ু ধর্মঘট পালিত হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ইয়ুথনেট যৌথভাবে কর্মসূচি বাস্তবায়ন করে। উই ওয়ান্ট জাস্টিস ক্লাইমেট জাস্টিস, জলবায়ুর ন্যায্যতা এখনই দরকার, জীবাস্ম জ্বালানি নয় নবায়নযোগ্য জ্বালানি চাই, গাছপালা ও বনাঞ্চল রক্ষা কর করতে হবে, নদী-নালা খাল-বিল রক্ষা কর করতে হবে ইত্যাদি গানেগানে মুখরিত ছিল র‌্যালি। র‌্যালিটি পৌরশহরের গাংড়া মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

এর আগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও উপস্থিত বক্তৃতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এবারের বৈশি^ক জলবায়ু ধর্মঘট-এর প্রতিপাদ্য ছিল ” জলবায়ু বান্ধব ও টেকসই নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুতের মহা পরিকল্পনা চাই”। অন্যান্যের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ বাংলাদেশের যশোর জেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ মনির হোসেন এবং ইয়ুথনেটের জেলা সমন্বয়ক আব্দুর রহিম ও মিনহাজুল ইসলাম।




আপনার মূল্যবান মতামত দিন: