করোনাভাইরাসের বিরল অভিজ্ঞতা শেয়ার করলেন লেখক ও গবেষক আসাদুজ্জামান আসাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০ ০৬:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০ ০৬:৩৩

ছবি সমসাময়িক
ডেস্ক।। দৈনিক সমসাময়িক নিউজের পাঠকদের উদ্দেশ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের গবেষক ও লেখক আসাদুজ্জামান আসাদের করোনা জয়ের বিরল অভিজ্ঞতা হুবহু তুলে ধরা হলোঃ বিরল অভিজ্ঞতা আমার 'করোনা' থেকে ফিরে দাড়ানো! গত ১২ অক্টোবর ২০ তারিখে একেবারে হঠাৎ করেই তুমুল জ্বর, সঙ্গে করোনার আনুষঙ্গিক সকল উপসর্গ । আনোয়ার খান মরডার্ণ'এ টেষ্ট দিলে পজেটি রিপোর্ট আসে। টানা দুই সপ্তাহ রোগের সঙ্গে তুমুল যুদ্ধ করে আপনাদের দোয়ায় এখন ৯০{42d7c02d75ed8ad2566d5e0848d1e673e35e1703bc782a9c186d8d8d27235b37} সুস্থ, দুর্বলতা কাটলেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবো ইনশাআল্লাহ। রোগের কথা জানিয়ে আমি ফেসবুক বন্ধু,শুভাকাঙ্ক্ষী সুভার্থীদের উদ্বেগ বাড়াতে চাইনি। দু'সপ্তাহ ফেসবুকে অনুপস্থিত, ফলে অনেকে খোজ নেয়ার চেষ্টা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমার অভিজ্ঞতা থেকে বলছি, স্বাসকষ্ট নাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ঘরে বসে করোনার চিকিৎসা নিন। ঢাকার নামি হাসপাতাল গুলো আমার এলকার মধ্যে,তা সত্বেও আমি চিকিৎসকদের পরামর্শে তাদের ব্যবস্থাপত্র অনুযায়ী ঘরেই চিকিৎসা নিয়েছি। তবে সঙ্গে একটি অক্সিমিটার রাখা জরুরি, যাতে আপনি স্বাসতন্ত্রের পরিমাপ জানতে পারেন। স্বাসতন্ত্রের পরিমান অক্সিমিটারে ৯০{42d7c02d75ed8ad2566d5e0848d1e673e35e1703bc782a9c186d8d8d27235b37} এ নামলেই আপনার হাসপাতালে ভর্তি বাধ্যতামূলক অথবা ঘরে অক্সিজেনের ব্যবস্থা করা জরুরি। মনে রাখবেন করোনা রোগীর চিকিৎসায় পরিবারের সহযোগিতা অত্যন্ত জরুরি। প্রথম দিকে অজ্ঞতার কারণে চিকিৎসক এবং পরিবারের অবহেলায় বহু জীবন আমরা হারিয়েছি। কিছু নিয়ম রীতি নীতি অনুসরণ করে সবাই করোনা রোগীর পাশে থাকুন। এতে ভয়ের কিছু নেই। করোনা রুগীর প্রথম চিকিৎসা তার মনোবল অটুট রাখা, যেটা তার পরিবারের সদস্যদের করতে হবে। রোগীকে মানসিক ভাবে চাঙ্গা রাখুন। সেটি নিশ্চত করা জরুরি। পরিশেষে আমার চিকিৎসক টিম যথাক্রমে বন্ধু ডাঃ সাহেদা হামিদ (নিপসম) ব্রিগেডিয়ার ডাঃ সাইফুল ইসলাম (এ্যাপোলো) প্রফেসর সারওয়ার নেওয়াজ (বারডেম) যারা সর্বক্ষন আমার পাশে থেকে ব্যবস্থাপত্র,পরামর্শ, সহযোগিতা করেছেন। তাদের কাছে আমার অশেষ ঋন। সবার কাছে দোয়ার প্রার্থনা......


আপনার মূল্যবান মতামত দিন: