যশোর মণিরামপুর সাংগঠনিকভাবে এগিয়ে বি এন পি পিছিয়ে আওয়ামী লীগ

মোঃ তহিদুল ইসলাম, মণিরামপুর।। | প্রকাশিত: ২২ মে ২০২২ ০১:২৭

মোঃ তহিদুল ইসলাম, মণিরামপুর।।
প্রকাশিত: ২২ মে ২০২২ ০১:২৭

ফাইল ফটো

যশোর মণিরামপুর উপজেলায় আওয়ামী'যুবলীগ,সেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগসহ আওয়ামী লীগের দীর্ঘ দিন যাবত কমিটি কোন জোরালো কার্যক্রম না থাকায় বিভিন্ন ইউনিয়নে হয়নি কোনো পূর্ণাঙ্গ কমিটি। অপর ঢিলেঢালা কার্যক্রমের মধ্যদিয়ে যদিও কিছু কমিটি হয়েছে তাও আহবায়ক কমিটির। সেই সব আহ্বায়ক ও যুগ্ম-আহবায়ক নিজের পছন্দের মতো সাজিয়েছে ইউনিয়ন কমিটি গুলা। কেউ কেউ আওয়ামী লীগের দুরদিনে পাশে থাকলেও মেলেনি কোনো পদ পদবি। অসংখ্য জামাত বি এন পি কর্মীরা পেয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পদ পদবি। ফলে ছিটকে পড়েছে ত্যাগী ও আওয়ামী লীগের দুর সময়ের নেতা কর্মীরা। এমনটাই মনে করছেন দলের ত্যাগী আওয়ামী লীগ কর্মীরা। গত ২৯শে মার্চ ২০২২ইং তারিখে মণিরামপুর উপজেলা ছাত্র লীগ কমিটি ঘোষণা করেন যশোর জেলা ছাত্র লীগ। দীর্ঘ ১৮ বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ,খুশি হলেও ছাত্র লীগের এক অংশ মেনে নিতে পারেনি নবগঠিত উপজেলা ছাত্র লীগ কমিটি। দীর্ঘ ১৮ বছর যাবত আহ্বায়ক কমিটি থাকায় বুড়ো হয়ে গেছে অনেক ছাত্র লীগ কর্মী। অনেকে বিভিন্ন পেশায় কর্ম জিবনে জড়িয়ে পড়েছেন।বয়স না থাকলেও ত্যাগী ছাত্র লীগ কর্মীরা অভিমানে ও দলিয়ে কোন্দলের উসকানিতে সংবাদ সম্মেলন কোরে কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক মণিরামপুরের কৃতি সন্তান লেখক ভট্টাচার্য কে অবাঞ্ছিত ঘোষণা করেন। ফলে তৃণমূল পর্যায়ে নানা গুঞ্জন শোনা যাই। পরবর্তীতে

একে একে সবাই নবাগত ছাত্রলীগ কমিটি কে শুভেচ্ছা জানায় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, জেলা আওয়ামী লীগের সদস্য, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান জনাবা নাজমা খানম, তরুন আওয়ামী লীগ নেতা বশির আহম্মেদ খান , সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা বাবুল করিম বাবলুসহ সবাই শুভেচ্ছা ও দোয়া দিলেও।
মণিরামপুর উপজেলারের কয় একজন নেতা কর্মী মেনে নিতে পারেন নি বলে যানা যাই। এদিকে মণিরামপুর উপজেলায় ৪ সদস্য বিশিষ্ট আ’লীগের কমিটি চলছে ৮ বছর। দলের জন্য নেই কোন অগ্রগতি গঠন করা হয়নি কোন ওয়ার্ড, ইউনিয়ন অথবা উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি। সভাপতি থাকে মন্ত্রীর পিছু পিছু সাধারণ সম্পাদক আসছেন নিজের মতো দলের জন্য নেই কোন অগ্রগতি করা হয়না কোন কর্মী মূল্যায়ন।

এ দিকে বিরোধী দল বি এন পি ঐক্য জোটের,যুবদল,ছাত্রদল, জাতীয় বাদীদল সহ বি এন পি বিভিন্ন ইউনিয়নে সাংগঠনিকভাবে এগিয়ে চলেছে।মণিরামপুর ১৭ ইউনিয়নে কমিটি ঘোষণা করেছেন বি এন পি। মণিরামপুর উপজেলা বি এন পির আহবায়ক কমিটির আহবায়ক এ্যাডঃ শহীদ ইকবাল হোসেন সহ বি এন পির যুগ্ম আহ্বায়ক মুসা হোসেন, যুগ্ম- আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্ব মণিরামপুর উপজেলা ১৭ ইউনিয়নে ও ১ টি পৌরসভা সহ ওয়ার্ড কমিটি ঘোষণা করছেন। সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে বি এন পি সকল ইউনিয়নে কমিটি দিচ্ছে বলে দলীয় সূত্রে জানাযায়।




আপনার মূল্যবান মতামত দিন: