মণিরামপুরে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

মণিরামপুর প্রতিনিধি: | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩ ০৫:১৮

মণিরামপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩ ০৫:১৮

ফটো:নিউজ প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ১৭ নং মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগর কর্মীসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মনোহর পুর ইউনিয়ন পরিষদে ১১ জুলাই মঙ্গলবার মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি সভাপতিত্বে রমেশ দেবনাথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি জননেতা আমজাদ হোসেন লাভলু। প্রধান অতিথির বক্তব্যে জননেতা আমজাদ হোসেন লাভলু বলেন,জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রলীগের নেতা কর্মীদের পৌঁছে দিতে হবে। শেখ হাসিনার উন্নয়নের কথা প্রতিটি বাড়িতে, প্রতিটা মানুষের দুয়ারে পৌঁছে দিতে হবে ছাত্রলীগকে। যারা দক্ষতার সাথে ও প্রচেষ্টার সাথে শেখ হাসিনার উন্নয়নের কথা বলেছে মানুষকে ঐক্যবদ্ধ করেছে নৌকায় ভোট দেওয়ার জন্য তাকে আমরা নেতা বানাবো।” স্লোগান দিয়ে নেতা হওয়া যাবে না, কাজ করে নেতা হতে হবে। ”যে কর্মী পরিশ্রমি যে কাজ করতে পারে তাকে নেতা বানাতে হবে। সামনে নির্বাচন আমাদের আওয়ামী লীগ এর মধ্যে সমস্যা আছে, আজকে অনকে বিএনপি রা বলে, জননেত্রী শেখ হাসিনার মতো সফল রাষ্ট্রনায়ক হয় না। কিন্তু আবার তারাই বলে নৌকায় ভোট দেওয়া যাবে না। কেন ভোট দেওয়া যাবে না? সমস্যা আছে, সমস্যা কার? সমস্যা আমাদের, নেতাদের, যারা দুর্নীতি করে, যারা চুরি করে, যারা মানুষের সম্পদ লুট করে খায়, আজ আমাদের দূর্নীতি গ্রস্থ নেতাদের জন্য জননেত্রী শেখ হাসিনাকে হেও প্রতিপন্ন হতে হচ্ছে। আমাদেরকে চিহ্নিত করতে হবে কি কারণে জননেত্রী শেখ হাসিনাকে প্রতিপন্ন হতে হচ্ছে? আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার নয়, অসৎ, অদক্ষ, চরিত্রহীন,দূর্নীতিবাজ নেতাদের পরিবর্তন চাই।ছাত্রলীগকে নির্দেশ দিয়ে বলেন,তোমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যাও, বাড়ি বাড়ি যাও শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরো।

এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের প্রস্তাবিত সহ সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি,মণিরামপুর সাবেক কলেজ ছাত্রলীগের আহবায়ক আবু হুরাইরা হেলাল, উপজেলা ছাত্রলীগ নেতা এস এম বাপ্পি, হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীগের সভাপতি বিপদ ভঞ্জন পাড়ে, হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জমান রানা, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান, ইউনিয়ন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ সহ আরো অনেকে।




আপনার মূল্যবান মতামত দিন: