মণিরামপুর প্রতিনিধি।। যশোর মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের নিমতলা নামক ডোবার পাড়ে মাটিতে পুতে রাখা লাশটি উদ্ধার করে যশোর পি বি আই পুলিশ। ঘটনা সূত্রে জানা যায় মনিরামপুর উপজেলার ১০নং মশ্মিমনগর ইউনিয়নের ভরতপুর গ্রামের ইকরামুল হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের বস্তা বন্ধি লাশ মাটি খুড়ে উদ্ধার করেছে পি বি আই পুলিশ। মালায়েশিয়া প্রবাসী মফিজুর রহমানের ছেলে ইকরামুল হোসেন।
গত ২৮ মার্চ সোমবার সন্ধার পর থেকে সে নিখোজ ছিল। নিহতের মায়ের অভিযোগের প্রেক্ষিতে বুধবার গভীর রাতে একই গ্রামের আমিনুর, কামরুল ও মেহেদীকে আটক করে পিবিআই পুলিশ। তাদের স্বীকারুক্তি ও দেখানো পথে অনুসন্ধানে গিয়ে মদনপুর গ্রামে নিমতলা নামক মাঠের ডোবার পাড়ে বৃহস্পতিবার দুপুরে মাটি খুড়ে লাশটি উদ্ধার করেছে তদন্ত কর্মকর্তা পি বি আই পুলিশের একটি টিম। তবে কি কারনে হত্যার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি ।
গত ২৮ মার্চ সোমবার সন্ধার পর থেকে সে নিখোজ ছিল। নিহতের মায়ের অভিযোগের প্রেক্ষিতে বুধবার গভীর রাতে একই গ্রামের আমিনুর, কামরুল ও মেহেদীকে আটক করে পিবিআই পুলিশ। তাদের স্বীকারুক্তি ও দেখানো পথে অনুসন্ধানে গিয়ে মদনপুর গ্রামে নিমতলা নামক মাঠের ডোবার পাড়ে বৃহস্পতিবার দুপুরে মাটি খুড়ে লাশটি উদ্ধার করেছে তদন্ত কর্মকর্তা পি বি আই পুলিশের একটি টিম। তবে কি কারনে হত্যার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি ।
আপনার মূল্যবান মতামত দিন: