জেলহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০ ১২:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০ ১২:২৭

ছবি সমসাময়িক
মনিরামপুর প্রতিনিধি।। যশোর মনিরামপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে অস্হায়ী কার্যলয়ে বুধবার ( ৪ নভেম্বর) জেলহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক লীগে আহবায়ক অরবিন্দু হাজরা। সভা তাজাম্মুল হুসাইন টিটোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলেন জেল হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে নেতৃত্ব শুন্য করতে চেয়েছিলো ৭১ পরাজিত শক্তিরা। পাকিস্তানী সেনা ও তাদের দোসর রাজাকার, আলবদররা তাদের পরাজয় বুঝতে পেরে দেশ থেকে নেতাশুন্য করতে চেয়েছিলো। প্রধান বক্তায় জেলা যুবমহিলা লীগের সহ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন, জেলহত্যা ছিলো বঙ্গবন্ধুকে একা করে রাখা। বঙ্গ বন্ধুকে দাবিয়ে রাখতে জেলখানায় চার নেতাকে হত্যা করেছিলো। আমি নাজমা খানম জেল হত্যা দিবসে অঙ্গিকার করছি। মনিরামপুরকে দূর্নীতি মুক্তকরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য লড়াই করে যাবো। মনিরামপুর বাসীকে সাথে মিয়ে, চাল চোর, গাছ চোর, টেন্ডারবাজ প্রতিমন্ত্রীর ক্যাডারদের প্রতিহত করবো। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামীলীগ নেতা আসন্ন পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী আসাদুজ্জামান আসাদ, সন্দীপ ঘোষ, গৌর ঘোষ, নজরুল ইসলাম, শরিফুল ইসলাম। এছাড়াও উপস্হিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ নেতৃবন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: