ফুলতলায় সোনালী লাইফ ইন্সুরেন্সের মরনোত্তর বীমার চেক হস্তান্তর

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১৮ জুন ২০২২ ২২:৩৭

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১৮ জুন ২০২২ ২২:৩৭

 ফাইল ফটো

খুললার ফুলতলা উপজেলায় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মরনোত্তর বীমার ৫৩০০০০ (পাঁচ লক্ষ ত্রিশ হাজার) টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৭জুন)
বিকালে উপজেলার যুগ্নিপাশা গ্রামের খুলনা - যশোর মহাসড়কের পার্শ্ববর্তী যুগ্নিপাশা এতিমখানা ও মাদ্রাসার সামনে বীমাকারী রুবায়েত হোসেন মহিনের নমিনি তার দ্বিতীয় স্ত্রী জান্নাতুল নাইম লিমার কাছে এ চেক হস্তান্তর করা হয়।
জানা গেছে সোনালী লাইফ ইন্সুরেন্সে রোগের কভারেজ সহ জীবন বিমা করার পর গত ২৬ মে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্য বরন করেন মহিন। মহিনের মৃত্যুর পর কাগজপত্র ও ডমুমেন্ট পাওয়ার তিন দিন পর
রোগের কভারেজ (cic) ১৫০০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং চার দিন পর বীমার ৩৮০০০০
(তিন লক্ষ আশি হাজার) টাকা সর্বমোট ৫৩০০০০ (পাঁচ লক্ষ ত্রিশ হাজার) টাকা মৃতের ব্যাংক একাউন্টে
জমা দেয় এবং আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেই টাকার চেক হস্তান্তর করে বীমা কোম্পানি।
সোনালী লাইফ ইন্সুরেন্সের কোম্পানির নওয়াপাড়া মেট্রের
ফিনান্সিয়াল এসোসিয়েট মিজানুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ ফজলুল আলম সেলিমের সভাপতিত্বে উক্ত বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সোনালী লাইফ ইন্সুরেন্সের কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবুল কাশেম বিশেষ অতিথি ইউনিট
ম্যানেজার মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাব নওয়াপাড়ার সভাপতি এস এম মিজানুর রহমান লিটন, সাধারণ সম্পাদক কাজী মোঃ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান, ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোল্যা আলী আজম মোহন প্রমুখ।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে কোম্পানির পক্ষ থেকে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: