
মোঃ বাবলু মল্লিক: নড়াইলের নড়াগাতী থানা পুলিশের প্রচেষ্টায় চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে নড়াগাতী থানার পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নড়াগাতী বাজার এলাকা থেকে নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের মৃত আবুতালেন শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার নির্দেশনায় এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। নড়াগাতী বাজার এলাকায় চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সময় উদ্ধার করে। এসময় চোর চক্রের সদস্য শাহাবুদ্দিন শেখকে ১টি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয় । পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চোর চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
এ ঘটনায়, নড়াগাতী থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং ০১।
এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন,
একটি ডিসকভার-১২৫ মোটরসাইকেল সহ চোর চক্রের এক জন সদস্যকে আটক পূর্বক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ধরনের চোর চক্রের সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: