
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন কেশবপুর নান্দনিক পৌরসভার নন্দিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। দোরমুটিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে রবিবার দুপুরে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেয়া হয়। ফুলের শুভেচ্ছা প্রদান শেষে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও সুপার আবু তালেবসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ১৩ অক্টোবর ২০২২ তারিখ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক দোরমুটিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: