যশোরে সরকারী রাস্তার সীমানার মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যান হস্তক্ষেপে বন্ধ

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ ০৪:১৫

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ ০৪:১৫

ছবি - নিউজ প্রতিনিধি।।

যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে ০৭ নং ওয়ার্ডের সরকারী রাস্তার সীমানার মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা অভিযোগ ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ এর হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। বুধবার সকালে জনগণের অভিযোগে ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ জানতে পেরে তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য রাশেদ হোসেন মেহেদী হাসান, গাজী রিয়াজ উদ্দিন ঘটনা স্থান পরিদর্শন করেন এবং ঘটনা সত্যতা নিশ্চিত করেন, এবং মাটি কাটা বন্ধ করে রাখা হয়।

জানাযায়, কামালপুর গ্রামের হারুন এবং মোছা এই জমির মালিক এরা দুই জনই। তবে জমিটি সিরাজসিঙ্গা মৌজায় খালে মধ্যে পড়েছে। জনগণের চলাচলের চরম বিপাকে এবং সরকারী রাস্তার সীমানা জমির মাটি কেটে বিক্রি করা রাস্তার বেহাল অবস্থা পরিণত। এমতাবস্থায় স্থানীয় জনগণেররা ইউনিয়ন পরিষদের মৌখিক অভিযোগ করেন, এই ঘটনার বিষয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ জানতে পেরে তাৎক্ষণিক ইউপি তিন জনকে ঘটনা স্থান পরিদর্শন করেন এবং ঘটনা সত্যতা নিশ্চিত হয়ে তা তাৎক্ষণিক মাটি কাটা বন্ধ করে রাখা হয়। ইউপি সদস্য তিন ব্যক্তি নিকট জানতে চাইলে তারা বলেন, মালিকানা জমি থেকে মাটি কেটে নিয়ে যাও কিন্তু সরকারী রাস্তার সীমানা জমির মাটি কাটা অপরাধ তারা আরও জানান, মাটি কেটে টলি বা ট্রাকটরে নিয়ে যাওয়ার সরকারী রাস্তার উপর দিয়ে জনগণের চলাচলের রাস্তার বেহাল অবস্থা পরিণত দেখে বন্ধ করে এবং বলে জনগণের চলাচলের বিঘ্ন ঘটায় ইউপি সদস্য তিন জমির মালিক সূত্রে হাসানকে ও মাটির ব্যবসায়ী হাবিবুর রহমানকে অত্র ইউনিয়ন পরিষদের আসতে বলেন। তবে এই ঘটনার বিষয় নিরবতা অবস্থায় থাকতে দেখা যায়। তবে এলাকার জনগণ চলাচলের বিগ্নসহ সরকারী রাস্তার সীমানা জমির মাটি কাটা বন্ধসহ সঠিক বিচার পাওয়ার প্রত্যাশায়। এদিকে মণিরামপুর মহামহাসড়কে টলি থেকে মাটি পড়ে রাস্তার বেহাল অবস্থা। সড়কের উপর পড়ে থাকা মাটি কোন সংস্কারের কোন উদ্যোগ নেই। তবে প্রতি বছরে দেখা যায় বৃষ্টির পানিতে এই সড়কের উপর জমে থাকা মাটি বড় ধরনের দুর্ঘটনা স্বীকার হয়। এই ঘটনার বিষয় তদন্ত পূর্বক প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।




আপনার মূল্যবান মতামত দিন: