প্রথমবার নারীদের কর্পোরেট কাবাডি লীগ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩ ০৭:৫১

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩ ০৭:৫১

ছবি- নিউজ প্রতিনিধি।

প্রথমবারের মতো শুরু হয়েছে কর্পোরেট নারী কাবাডি লীগ। এ টুর্নামেন্ট চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ডাবল লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দল। রবিবার (২২ জানুয়ারি) নারী কাবাডি লীগ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এবং কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কাবাডি ফেডারশনের সদস্য (খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, সারাদেশ থেকে খেলোয়াড় বাছাই হয়েছে। তিন মাস ট্রেনিং হয়েছে। এখন তারা মাঠে নামবে। আমরা নারীদের খেলাকে এগিয়ে নিতে চাই। সেই লক্ষ্যে এগিয়ে চলা। আর্থিকভাবেও লাভবান হবে তারা। এদের নিয়ে সামনের দিকে আন্তর্জাতিক আসরে খেলানোর সুযোগ রয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: