পুলিশ মানবিক, তার পরিচয় দিলেন মাগুরার পুলিশ সুপার

মিজানুর রহমান মাগুরা সদর প্রতিনিধি।। | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫১

মিজানুর রহমান মাগুরা সদর প্রতিনিধি।।
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫১

ছবি- নিউজ প্রতিনিধি।

মাগুরার পুলিশ সুপার একজন অসহায় দরিদ্র গর্ভবতী মহিলার অপারেশনের জন্য এ নেগেটিভ রক্তের ব্যবস্থা করে মানবিকতার পরিচয় দিয়েছেন। মাগুরা জাহান প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ডাঃ মাসুদুল হক একজন অসহায় দরিদ্র প্রসুতির জন্য এ নেগেটিভ রক্তের প্রয়োজন এ বিষয়ে মাগুরার পুলিশ সুপারকে মহোদয় কে অবহিত করলে তিনি তার একজন পুলিশ সদস্য আবু সেলিমকে রক্ত প্রদানের জন্য জাহান প্রাইভেট হাসপাতালে পাঠান।

তার রক্ত নিয়ে উক্ত মহিলার অপারেশন সম্পন্ন করে চিকিৎকরা। মানবিকতার জন্য পুলিশ সুপার মহদয় এবং পুলিশ সদস্য আবু সেলিমকে ধন্যবাদ জানান সমাজ সচেতন অনেকেই।

অসহায় দরিদ্র উক্ত প্রসুতির আত্মীয় স্বজন অনেক চেষ্টা করে রক্তের ব্যবস্থা করতে না পেরে ডাঃ মাসুদুল হকের স্মরণাপর্ণ হলে তিনি মাগুরার পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজাকে বিষয়টি অবগত করলে সে মাগুরা পুলিশের সদস্য সেলিম রেজাকে ঐ গ্রুপের পেয়ে উক্ত হাসপাতলে পাঠান এবং রক্ত দিয়ে মহিলার জীবন রক্ষা করতে সহায়তা করেন।




আপনার মূল্যবান মতামত দিন: