সন্ত্রাস জঙ্গিবাদ মাদক নির্মূলে ও বাল্য বিবাহ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম)।। | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:০৩

সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম)।।
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:০৩

নিউজ প্রতিনিধি।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোন অবস্থায় আমরা মাদকে জড়াব না, নিজেদের ধ্বংস করব না। মেয়েদের বয়স ১৮ এবং ছেলেদের বয়স ২১ অতিক্রম না করলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নির্মূলে ও বাল্য বিবাহ বন্ধে সকলকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, মাদক সেবী ও ব্যবসায়ীদের শতর্কসহ অনুরোধ করে আরও বলেন, মাদকের বিচরণ থেকে সরে দ্বাড়াতে হবে। যারা এই ব্যবসায় জড়িত তারা হয়তো জীবনে অর্থ বিত্তের মালিক হবেন কিন্তু শান্তি পাবেন না কোন দিন। অভিভাবকদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখার আহবান জানান। তিনি বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,কোন ধর্ম জঙ্গিবাদ সমর্থন করে না। আমাদের ধর্মীয় গুরুরা এ প্রসঙ্গে সকলকে সচেতন করলে জঙ্গিবাদ অনেকাংশে নির্মুল হয়। তিনি গতকাল মঙ্গলবার সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ বিরোধী সামাজিক সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: আতিকুল মামুনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র মোঃ আইয়ুব বাবুল, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, রাজনীতিবিদ বিজন চক্রবর্তী, চেয়ারম্যান আবুল কাশেম, আমিনুল ইসলাম খান টিপু, আবদুর রশিদ দৌলতী, শাহাদাত হোসেন সবুজ, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর সরোয়ার কামাল রাজিব, মাওলানা বোরহান উদ্দিন, রবীশ্বরানন্দ পুরী, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহনাজ আকতার রাণী প্রমূখ।


সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯২৪৯৪৪২




আপনার মূল্যবান মতামত দিন: