মণিরামপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০ ১৩:০৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০ ১৩:০৭

ছবি সমসাময়িক
নূরুল হক, মণিরামপুর।। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী। উপজেলা সার্ভেয়ার সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াজ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাড: মোঃ আবুজর সিদ্দিকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য সমবায়ী উপজেলা সার্ভেয়ার সমবায় সমিতির সভাপতি তরুণ কুমার শীল, কপালিয়া মৎসজীবি সমবায় সমিতির সভাপতি পরিতোষ সরকার, সানরাইজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মেসবাহ উদ্দীন।


আপনার মূল্যবান মতামত দিন: