মনিরামপুরে ঘটাকরে পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চ

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ৮ মার্চ ২০২৩ ১০:১৮

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ৮ মার্চ ২০২৩ ১০:১৮

দৈনিক সমসাময়িক ফটো।

যশোরের মনিরামপুর উপজেলায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।ঐতিহাসিক ৭ ই মার্চ ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দোগে শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর মুরাল সুসজ্জিত ভাবে আলোকিত করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকালে পুষ্পমাল্য অর্পণসহ সকাল ১০ টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জাতীয় শ্রমিক লীগ মনিরামপুর উপজেলা শাখার আয়োজনে শ্রমিক লীগ নেতা বাবুল করিম বাবলু সভাপতিত্বে গরুহাটা মোড়ে ৭ ই মার্চ উপলক্ষে আলোচনা সভা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন লাভলু। আরো ছিলেন সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জি এম মজিদ, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রীতা রানী পাড়ে, পৌর মহিলা আওয়ামী লীগ এর সভানেত্রী মাজেদা খাতুন, উপজেলা যুগ্ন আহবায়ক শ্রমিক লীগ নেতা আব্দুল লতিফ, পৌর শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, যশোর জেলা প্রস্তাবিত ছাত্রলীগ সহ সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি। অনুষ্ঠান শুরুতে খানপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাজী সোহান হোসেন কোরআন তেলোয়াত করেন, গীতা পাঠ করেন কার্তীক বকশী হরিদাস কাটি আওয়ামী লীগ কর্মি। ১১নং ছাত্রলীগের অন্যতম নেতা পারভেজ সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: