মণিরামপুরে এস এম ইয়াকুব আলীর পক্ষে সড়ক দুর্ঘটনায় দিনমুজুরকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক।। | প্রকাশিত: ১১ মার্চ ২০২৩ ০১:২৫

নিজস্ব প্রতিবেদক।।
প্রকাশিত: ১১ মার্চ ২০২৩ ০১:২৫

মণিরামপুরে এস এম ইয়াকুব আলীর পক্ষে সড়ক দুর্ঘটনায় দিনমুজুরকে আর্থিক সহায়তা প্রদান

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় আহত মেহের গাজী (৫৫) নামের এক দিনমজুরকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষে আহতের বোন খোদেজা বেগমের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আহত মেহের গাজী উপজেলার মুন্সী খানপুর গ্রামের মৃত অবের গাজীর ছেলে। এসময় আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, স্থানীয় নজরুল ইসলাম, সাংবাদিক তাজাম্মূল হুসাইন, আব্দুল্লাহ আল মামুন সোহান প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারী মেহের গাজী নিজ বাড়ি হইতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে উপজেলার মকমতলা নতুন বাজারে পৌছুলে ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে তার পায়ের ওপর দিয়ে উঠিয়ে দেয়। এতে তার শারীরিক অবস্থা খুবই গুরুত্বর হয়ে পড়ে। বর্তমানে মেহের গাজী ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




আপনার মূল্যবান মতামত দিন: