বঙ্গবন্ধু’র জন্ম হয়েছে বলেই আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি- বদিউল আলম

সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।। | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩ ২১:২৪

সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।।
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩ ২১:২৪

দৈনিক সমসাময়িক ফটো।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে বলেই বাঙ্গালী জাতির ও আমার আজ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু ছোট বেলা থেকে দেশ ও মাতৃকাল প্রতি ভালবাসা দেশপ্রেমী ছিলেন। তার স্বপ্ন ছিলেন একটি সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার, কিন্তু ৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে স্বপরিবারের শহীদ হয়েছিলেন। ভাগ্যক্রমে তার দুকন্যা বিদেশে থাকায় প্রাণের বেঁেচ যান। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পিতা মুজিবের স্বপ্ন বাস্তাবায়নে উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে। কিন্ত দেশের উন্নয়নকে ধ্বংস করতে বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নৈরাজ্য লিপ্ত রয়েছে। তাই আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি গতকাল শুক্রবার (১৭মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। 
সকালে পটিয়া মুন্সেফ বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, খতমে কোরআন, মিলাদ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারুক বিতরণ করা হয়। দুপুরে পটিয়া উপজেলাস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দরা। বিকেলে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, ৭৫ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খায়ের আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা ইসহাক, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল ইমরান, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, মোঃ জাফর, নবী হোসেন, আবু ছৈয়দ লালু, হিল্লোল দে, হাসান শরীফ, নজরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, পৌরসভা যুবলীগ নেতা মোঃ মামুন, দেলোয়ার হোসেন, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, সাইফুদ্দীন ভোলা, ইকবাল হোসেন, মোঃ আরিফ, যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, সাইফুল ইসলাম সাইফু, আবদুল আউয়াল, কামাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মোঃ মাহাবুব, আবু তৈয়ব, হারুনুর রশিদ, মোঃ রোকন, টিপু বিশ্বাস, আবদুল আল মনি, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, এস এম আসিফ, নুরুল ইসলাম রুবেল প্রমূখ।




আপনার মূল্যবান মতামত দিন: