চিরিরবন্দরে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার।। | প্রকাশিত: ২২ মার্চ ২০২৩ ০৪:৫৩

স্টাফ রিপোর্টার।।
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩ ০৪:৫৩

দৈনিক সমসাময়িক ফটো।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে "মা" অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন।

মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এবং শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধকল্পে স্কুল কর্তৃপক্ষ এ আয়োজন করেন।

ফুলপুর কুতুবডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদ-উজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান নিউটন, অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন কাজী, কুতুবডাঙ্গা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ মোকছেদ আলী, চিরিরবন্দর অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহাফুজুল ইসলাম আসাদ, অভিভাবক সদস্য কনক চন্দ্র রায়, বিদ্যুৎসাহী সদস্য শ্রী মতি লতা রানী প্রমুখ।

এসময় ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আনতাজ হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিত্ব, অভিভাবক এবং সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবছর ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ জন প্রাথমিক বৃত্তি পেয়েছে। যার মধ্যে লুজাত তাসনিন ট্যালেন্টফুলে, রওনক জাহান অচি, মোছাঃ হুমায়রা বিনতে হাবিব, তামজিদ হাসান ফাহামী সাধারণ বৃত্তি পেয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: