যশোরে গুড়ি গুড়ি বৃষ্টিতে বাড়িতে ধান আনতে ব্যস্ত সময় পার করছে কৃষক

মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩ ১৭:১১

মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩ ১৭:১১

বিশেষ প্রতিনিধি

যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে মাঠ বিলে পাকা ধান কেটে রাখা কৃষকদের কাটা ধানগুলি বাঁকে করে তারা বাড়িতে আনতে ব্যস্ততার সহিত পার করছে। রবিবার ভোর রাতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার কারণে মাঠবিলে ধান কাটার থাকায় কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছে। জানাযায় ইরি ধানের মৌসুমে ফসল ভাল হওয়ায় আনন্দের সহিত পাকা ধান কেটে রাখেন, হঠাৎ রবিবার ভোররাতে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কৃষকেরা তাদের কাটা ধান বেধে তা বাঁকে করে বাড়িতে আনতে তড়িঘড়ি ভাবে ব্যস্ত হয়ে পড়েছে। এসময় কৃষকদের সাথে কথা বললে তারা বলেন আমাদের জমিতে ইরি ধানের ফসল ফলন ভালো হয়েছে। তবে এই ধান পেকে যাওয়ার কারণে ধান কেটে জমিতে রাখা হয়। ভোর রাতে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সে কাটা ধান বেধে বাড়িতে আনতে আমরা অগ্নিপরীক্ষা সম্মুখীন হয়েছি। তবে আল্লাহ রহমতে ইরি ধানের মৌসুমে এবার জমিতে ফসল ভালো হওয়ায় আমাদের মতন কৃষকের মুখে ব্যাপক হাসি ফুটেছে। আল্লাহ যদি আর দুই এক দিন সময় দিত তাহলে আমাদের ধানগুলো বাড়িতে আনতে কোন অসুবিধা হতো না। তবে কৃষকরা আশায় ভরসা দিন গুনছে। কখন আমাদের পাকা ধান কাটাগুলো বাড়িতে আনতে পারব।




আপনার মূল্যবান মতামত দিন: