
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক সুকুমার দাসের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বাধীনতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই শোকসভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাধীনতা সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, সাংস্কৃতিক সংগঠক বাবুর আলী গোলদার, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, বিল্পবী চারুবসু স্মৃতি পরিষদের সভাপতি শফিক আহমেদ, স্বাধীনতা সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক দেবব্রত ঘোষ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপম মোদক। #

আপনার মূল্যবান মতামত দিন: